নিজের ছাতির প্রশংসা করে টুইটারে সুঠাম বক্সারের শরীরে নিজের মুখ ফটোশপড করে পোস্ট করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার নিজের টুইটার হ্যান্ডলে তিনি ছবিটি পোস্ট করেন। তারপর তাঁর উদ্দেশে নানা মন্তব্য উড়ে এসেছে টুইটারে।
ডোনাল্ড ট্রাম্প যে ছবিটি পোস্ট করেছেন, সেটা হলিউড অভিনেতা সিলভেস্টার স্ট্যালোনের ছবি ‘রকি থ্রি’-এর। এই ছবির পোস্টার ছিল ছবিটি। ছবিতে সিলভেস্টার স্ট্যালোনের। এই ছবিটিই ফটোশপড করে স্ট্যালোনের মুখের জায়গায় নিজের মুখ সুপার ইমপোজ করে দেন ডোনাল্ড ট্রাম্প।
হঠাত্ ট্রাম্পের এই মতিভ্রম কেন?