Advertisement
২৬ এপ্রিল ২০২৪
International News

‘উপর থেকে দেখে ফ্লয়েড বলছে, এটা দারুণ দিন!’ ট্রাম্পের মন্তব্যে জোর বিতর্ক আমেরিকায়

গত সপ্তাহেই ট্রাম্প এই বিক্ষোভ, আন্দোলন সেনাবাহিনী দিয়ে দমন করার কথা বলেছিলেন।

ফের বিতর্কের কেন্দ্রে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। -ফাইল ছবি।

ফের বিতর্কের কেন্দ্রে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। -ফাইল ছবি।

সংবাদ সংস্থা
ওয়াশিংটন শেষ আপডেট: ০৬ জুন ২০২০ ১১:৩০
Share: Save:

আগুনে কি ঘি পড়ল? আমেরিকায় পুলিশি হেফাজতে কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েডের মৃত্যুর ঘটনা নিয়ে মন্তব্য করে ফের বিতর্কের সূত্রপাত ঘটালেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউস থেকে টেলিভিশনে সম্প্রচারিত এক সাংবাদিক সম্মেলনে। প্রশ্ন উঠল ট্রাম্পের ওই মন্তব্যের উদ্দেশ্য নিয়ে। বিতর্কের অবসান ঘটানোর চেষ্টায় আলাদা ভাবে বিবৃতি দিতে হল হোয়াইট হাউসের সিনিয়র কমিউনিকেশন্স অ্যাডভাইসরকে।

মিনিয়াপোলিসে পুলিশি হেফাজতে ফ্লয়েডের মৃত্যুর ঘটনার প্রতিবাদে দেশজোড়া বিক্ষোভ, আন্দোলনের প্রসঙ্গে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, “গত সপ্তাহে কী ঘটেছে, আমরা সকলেই দেখেছি। এ সব আমরা হতে দিতে পারি না। আশা করি, জর্জ এখন উপর থেকে সব দেখছেন। আর মনে মনে বলছেন, আমাদের দেশের জন্য এটা একটা দারুণ ব্যাপার হল। আজ ফ্লয়েডের জন্য একটা দারুণ দিন।’’

পরে ট্রাম্প এও বলেন, “সমানাধিকারের জন্য এটা একটা দারুণ, দারুণ দিন।’’ অথচ গত সপ্তাহেই ট্রাম্প এই বিক্ষোভ, আন্দোলন সেনাবাহিনী দিয়ে দমন করার কথা বলেছিলেন।

আরও পড়ুন- সীমান্তে উত্তেজনা নিয়ে আজ কথা চিনের সঙ্গে

আরও পড়ুন- রাষ্ট্রপুঞ্জে আবার প্রার্থী ভারত, নজর সন্ত্রাস ও কোভিডে

তার ফলে, প্রেসিডেন্ট ট্রাম্পের এই ‘দারুণ দিন’ মন্তব্যটি নিয়ে বিতর্কের সূত্রপাত হয়। অভিযোগ, এ কথা বলে ফ্লয়েডের ঘটনার গুরুত্ব কমিয়ে দিয়েছেন ট্রাম্প। নিজের মতো করে ফ্লয়েডের মুখে কথা বসিয়ে দেওয়া উচিত হয়নি ট্রাম্পের।

এ বারের প্রেসিডেন্ট নির্বাচনে সম্ভাব্য ডেমোক্র্যাট প্রার্থী, প্রাক্তন ভাইস প্রেসিডেন্ট জো বিডেন তাঁর টুইটে ট্রাম্পের মন্তব্যের কড়া সমালোচনা করেছেন। বিডেন তাঁর টুইটে লিখেছেন, “জর্জ ফ্লয়েডের শেষ কথাগুলি ছিল, ‘আমার দম বন্ধ হয়ে আসছে।’ যা এখন শুধুই আমেরিকায় নয়, প্রতিধ্বনিত হচ্ছে গোটা বিশ্বে। সেই ফ্লয়েডের মুখে যে ভাবে নিজের মতো করে কথা বসিয়ে দিয়েছেন প্রেসিডেন্ট, তা ঘৃণার যোগ্য।’’

বিতর্কে জল ঢালার চেষ্টায় হোয়াইট হাউসের সিনিয়র কমিউনিকেশন্স অ্যাডভাইসর বেন উইলিয়ামসন তাঁর টুইটে লেখেন, “প্রেসিডেন্ট যে ন্যায় বিচার ও সমানাধিকারের জন্য লড়াইয়ের কথাই বলতে চেয়েছেন,তা স্পষ্ট।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE