Advertisement
১৬ মে ২০২৪
International news

নবদম্পতিকে শুভেচ্ছা জানাতে আচমকাই বিনা নিমন্ত্রণে হাজির ট্রাম্প

শনিবার রাতে নিউ জার্সি থেকে ৬৫ কিলোমিটার দূরে বেডমিনস্টার গল্ফ ক্লাবে ট্রাম্পের এই হাজিরায় রীতিমতো থ বর-কনে থেকে আমন্ত্রিতরা।

বর-কনের সঙ্গে ট্রাম্প। ছবি: টুইটার।

বর-কনের সঙ্গে ট্রাম্প। ছবি: টুইটার।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ১২ জুন ২০১৭ ১৯:৫১
Share: Save:

বিয়ের অনুষ্ঠানে সবাই তখন মেতে রয়েছেন। রোশনাই, খাওয়া-দাওয়ায় বেশ জমে গিয়েছিল পার্টি। তার মধ্যেই আচমকা হাজির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প! কিন্তু, বিয়ের পার্টিতে তো তাঁকে নিমন্ত্রণই করা হয়নি! তবে সে যাই হোক, প্রেসিডেন্টের উপস্থিতিতে মুহূর্তেই অনুষ্ঠানের ঔজ্জ্বল্য কয়েক গুণ বেড়ে যায়। শনিবার রাতে নিউ জার্সি থেকে ৬৫ কিলোমিটার দূরে বেডমিনস্টার গল্ফ ক্লাবে ট্রাম্পের এই হাজিরায় রীতিমতো থ বর-কনে থেকে আমন্ত্রিতরা।

ছুটি কাটাতে বেডমিনস্টার গল্ফ ক্লাবে গিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। ক্লাবের একটি ঘরে ক্রিস্টেন এবং টুকার গ্লাডহিলের বিয়ের অনুষ্ঠান চলছিল। সেখানেই নবদম্পতিকে শুভেচ্ছা জানাতে হাজির হন তিনি।

আরও পড়ুন: নিউ ইয়র্ক ছেড়ে এবার পাকাপাকি ভাবে হোয়াইট হাউসে মেলানিয়া-ব্যারন

ওই বিয়েতে আমন্ত্রিত এক অতিথির টুইট থেকে জানা যায়, তিনি যে আসবেন তা আগে থেকে কেউই জানতেন না। তাঁর আসার কিছু আগে কালো স্যুট পরা কয়েকজন ঘরের ভিতরে প্রবেশ করেন। তাঁরা তাঁর নিরাপত্তারক্ষী। এর পরেই ট্রাম্প এসে উপস্থিত হন। তাঁকে দেখে দৌড়ে এসে জড়িয়ে ধরেন কনে ক্রিস্টেন। তার পর আসেন টুকারও। তাঁরা একসঙ্গে বেশ কিছু ফোটো তোলেন। বিয়ের অনুষ্ঠানে তখন ট্রাম্প এবং ইউএসএ স্লোগানে মুখর। কয়েক জন অতিথিকে ‘মেক আমেরিকা, গ্রেট আমেরিকা’ লেখা টুপিতে অটোগ্রাফও দেন তিনি।

প্রেসিডেন্ট ট্রাম্প এটা প্রথম বার করলেন না। এর আগেও ফেব্রুয়ারিতে ওই গল্ফ ক্লাবে অনুষ্ঠিত আরও এক বিয়ের অনুষ্ঠানে গিয়ে হাজির হয়েছিলেন তিনি।

২০০২ সালে এই গল্ফ ক্লাবটিকে কিনেছিলেন ট্রাম্প। এই ক্লাবেই ২০০৯ সালে ইভাঙ্কা ট্রাম্পেরও বিয়ের অনুষ্ঠান হয়েছিল।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE