ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ বলে পরিচিত রক্ষণশীল নেতা খুন আমেরিকায়! বুধবার আমেরিকার ইউটা ভ্যালি ইউনিভার্সিটিতে একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন বছর একত্রিশের চার্লি কির্ক। সমবেত পড়ুয়াদের প্রশ্নের উত্তর দিচ্ছিলেন তিনি। হঠাৎই ভিড়ের মধ্যে থেকে তাঁকে লক্ষ্য করে গুলি চালানো হয়। ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন চার্লি। এই ঘটনায় এখনও পর্যন্ত বন্দুকবাজের সন্ধান পায়নি পুলিশ। সন্দেহভাজন হিসাবে এক জনকে আটক করা হলেও পরে তাঁকে ছেড়ে দেওয়া হয়।
ঘনিষ্ঠের মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন ডোনাল্ড ট্রাম্প। চার্লিকে ‘মহান দেশপ্রেমিক এবং শহিদ’ বলে সম্বোধন করেছেন তিনি। সমাজমাধ্যমে একটি পোস্ট করে ট্রাম্প লেখেন, “আমেরিকার যুবসমাজের মন চার্লির মতো করে আর কেউ বুঝতে পারত না। ওঁকে সবাই শ্রদ্ধা করত, ভালবাসত।” চার্লির স্মৃতির প্রতি সম্মান জানাতে রবিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত আমেরিকার সর্বত্র জাতীয় পতাকা অর্ধনমিত রাখার নির্দেশ দিয়েছেন ট্রাম্প।
এই হত্যাকাণ্ডের জন্য আমেরিকার বিপ্লবী বামপন্থীদের দায়ী করেছেন ট্রাম্প। সমাজমাধ্যমে তিনি লেখেন, “বিপ্লবী বামপন্থীরা চার্লির মতো দুর্দান্ত আমেরিকানদের নাৎসি এবং বিশ্বের কুখ্যাত অপরাধীদের সঙ্গে তুলনা করে গিয়েছেন। এই ধরনের প্রচারের জন্যই আজ আমেরিকাকে এমন সন্ত্রাসবাদী ঘটনার সাক্ষী হতে হল।” দেশে সন্ত্রাসবাদকে সমর্থন করার কাজে যাঁরা যুক্ত, তাঁদের প্রত্যেককে খুঁজে বার করা হবে বলেও হুঁশিয়ারি দিয়ে রেখেছেন ট্রাম্প।
প্রসঙ্গত, চার্লি গোঁড়া এবং রক্ষণশীল রিপাবলিকান হিসাবেই আমেরিকায় পরিচিত ছিলেন। যুক্তরাষ্ট্রের অনেকেই মনে করে থাকেন, শেষ প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পের সমর্থনে ঝোড়ো প্রচার চালিয়ে ছাত্র-যুবদের ভোট রিপাবলিকান পার্টির ঝুলিতে নিয়ে এসেছিলেন তিনিই। তবে তাঁর রক্ষণশীল মন্তব্য নিয়ে বহু বার বিতর্কও দানা বেঁধেছে। সম্প্রতি আমেরিকার কলোরাডো থেকে ভার্জিনিয়া পর্যন্ত বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে সফর করার পরিকল্পনা করেছিলেন চার্লি। নাম দিয়েছিলেন, ‘দ্য আমেরিকান কামব্যাক ট্যুর’। ওই সফরেই ইউটার ওই বিশ্ববিদ্যালয়ে গিয়েছিলেন চার্লি।
হামলার ঠিক আগের মুহূর্তের একটি ভিডিয়ো সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে। সেখানে দেখা যাচ্ছে সমবেত পড়়ুয়াদের মধ্যে ছাউনি দেওয়া সাদা মঞ্চের উপর বসে রয়েছেন চার্লি। তাঁর পরনে সাদা টি-শার্ট। হঠাৎই একটি গুলি এসে লাগছে তাঁর বুকে। তার পরেই লুটিয়ে পড়ছেন তিনি। আতঙ্কে চিৎকার করতে করতে দৌড়োচ্ছেন সেখানে উপস্থিত পড়ুয়ারা। যদিও এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।