Advertisement
E-Paper

ভয়াবহ জঙ্গি হামলা মিশরে, নিহত ২৩৫, জখম শতাধিক

শুক্রবারের বিশেষ প্রার্থনা উপলক্ষে এ দিন বহু মানুষ সমবেত হয়েছিলেন রাওদা মসজিদে। সশস্ত্র হামলাকারীরা প্রথমে ভিড়ের মাঝে বিস্ফোরণ ঘটায়। তার পর প্রবল গুলিবর্ষণ শুরু করে। স্মরণাতীত কালে মিশরে এত বড় জঙ্গি হামলা হয়নি বলে সে দেশের সরকারি সংবাদ মাধ্যম জানাচ্ছে।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৪ নভেম্বর ২০১৭ ২২:৪২
জঙ্গি হামলার পরে গোটা মসজিদে ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে মৃতদেহ। ফাইল চিত্র।

জঙ্গি হামলার পরে গোটা মসজিদে ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে মৃতদেহ। ফাইল চিত্র।

ভয়ঙ্কর জঙ্গি হামলায় রক্তাক্ত মিশর। জঙ্গি উপদ্রুত উত্তর সিনাই প্রদেশের রাওদা মসজিদে প্রথমে বিস্ফোরণ ঘটাল জঙ্গিরা। প্রার্থনার জন্য সমবেত ভিড় যখন বিস্ফোরণের আকস্মিকতায় দিশাহারা, তখন নির্বিচারে গুলি চালানো হল তাঁদের উপর। এ পর্যন্ত অন্তত ২৩৫ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। জখম ১০০-রও বেশি। মৃত্যুর সংখ্যা আরও বাড়ার আশঙ্কা রয়েছে।

শুক্রবারের বিশেষ প্রার্থনা উপলক্ষে এ দিন বহু মানুষ সমবেত হয়েছিলেন রাওদা মসজিদে। সশস্ত্র হামলাকারীরা প্রথমে ভিড়ের মাঝে বিস্ফোরণ ঘটায়। তার পর প্রবল গুলিবর্ষণ শুরু করে। স্মরণাতীত কালে মিশরে এত বড় জঙ্গি হামলা হয়নি বলে সে দেশের সরকারি সংবাদ মাধ্যম জানাচ্ছে।

আরও পড়ুন: অবিলম্বে গ্রেফতার করা হোক হাফিজকে: চড়া সুর আমেরিকার

আরও পড়ুন: ভয়াবহ ভূকম্পে কেঁপে উঠতে পারে উত্তরাখণ্ড, হুঁশিয়ারি বিজ্ঞানীদের

কোনও জঙ্গি গোষ্ঠী এখনও পর্যন্ত এই হামলার দায় স্বীকার করেনি। কিন্তু ইসলামিক স্টেট-ই হামলার পিছনে রয়েছে বলে স্থানীয় প্রশাসন মনে করছে। উত্তর সিনাই প্রদেশে ইসলামিক স্টেট অত্যন্ত সক্রিয়। ওই অঞ্চলে নিরাপত্তা বাহিনীর অনেক সদস্যকেই খুন করেছে আইএস জঙ্গিরা। হামলার শিকার হয়েছেন সুফি মুসলিমরা এবং খ্রিস্টানরা। শুক্রবার যেখানে হামলা হল, সেই রাওদা মসজিদে মূলত সুফিরাই প্রার্থনার জন্য সমবেত হন। সেই কারণেই প্রশাসন মনে করছে, এই হামলা আইএস-এরই কাজ।

Egypt Terror Attack Islamic State মিশর আইএস
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy