ভূমিকম্পে কেঁপে উঠল আফগানিস্তান। শুক্রবার বিকেল ৫টা ৪৫ মিনিটে আফগানিস্তান-তাজিকিস্তান সীমান্তে কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৫.৬। উৎসস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে। কম্পন অনুভূত হয়েছে জম্মু-কাশ্মীরেও।
গত সেপ্টেম্বরে একের পর এক ভূমিকম্পে তছনছ হয়ে গিয়েছিল আফগানিস্তানের বিস্তীর্ণ এলাকা। রিখটার স্কেলে তার মাত্রা ছিল ৬.৩। মৃত্যু হয়েছিল দু’হাজারেরও বেশি মানুষের। প্রায় হাজার তিনেক মানুষ জখম হয়েছিলেন।
সে বার কম্পনের উৎসস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে আট কিলোমিটার গভীরে। এর পরেও বেশ কয়েক বার ভূকম্প পরবর্তী কম্পন (আফটারশক) অনুভূত হয়েছে আফগানিস্তানে। তার মধ্যে অন্তত দু’টি কম্পনের মাত্রা ছিল ৫ এর বেশি। কম্পনের তীব্রতা এতই বেশি ছিল যে ভারতের জম্মু ও কাশ্মীর এবং দিল্লির আশপাশের এলাকাতেও কম্পন অনুভূত হয়।