২৪ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয় বার কেঁপে উঠল পাকিস্তানের মাটি। শুক্রবার রাত ১টা ৪৫ মিনিট নাগাদ ভূকম্পন অনুভূত হয়েছে পাকিস্তানের বিস্তীর্ণ অংশে। যদিও ভূমিকম্পে হতাহতের কোনও খবর মেলেনি। জানা যায়নি ক্ষয়ক্ষতির পরিমাণও।
শনিবার সকালে জাতীয় ভূকম্পন পর্যবেক্ষণ এবং গবেষণা কেন্দ্র (এনসিএস) বিবৃতিতে জানিয়েছে, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছি ৫.৭। হিন্দুকুশ অঞ্চলে কম্পনের মাত্রা ছিল ৫.৭। আফগানিস্তানে ভূমিকম্পের তীব্রতা ৪.৯।
আরও পড়ুন:
গত কয়েক দিনে বেশ কয়েক বার ভূমিকম্প হয়েছে পাকিস্তানে। শুক্রবার বিকেল ৪টে নাগাদ খাইবার পাখতুয়ান অঞ্চলে ভূকম্পন অনুভূত হয়েছে। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৪.২। রাত ১২টা ৩৫ মিনিট নাগাদ পাকিস্তান-আফগানিস্তান সীমান্ত এলাকায় ভূমিকম্প হয়। সে বারও কম্পনের মাত্রা ছিল ৪.২।
বস্তুত, বালুচিস্তান, খাইবার পাখতুয়ান এবং অধিকৃত গিলগিট-বালটিস্তানে ইউরেশিয়ান প্লেটের অন্তর্গত। অন্য দিকে, পঞ্জাব এবং পাক অধিকৃত কাশ্মীরে রয়েছে ভারতীয় প্লেট। বছরের বিভিন্ন সময়ে টেকটনিক প্লেটের নড়াচড়া হয়েই চলেছে। ভারতীয় এবং ইউরেশিয়ান প্লেটের সংঘর্ষের ফলে সরতে থাকে প্লেট দু’টি। ফলে চ্যুতিরেখা বরাবর বিপুল পরিমাণ শক্তি সঞ্চয় হয়। আর এর ফলে পাকিস্তানের বিস্তীর্ণ অংশে যখন-তখন ভূকম্প অনুভূত হয়।