Advertisement
E-Paper

সিয়ালকোটে জঙ্গিদের ‘লঞ্চ প্যাড’ গুঁড়িয়ে দিল বিএসএফ, আচমকা হামলার পর ‘সবক’ শেখাল ভারত

শনিবার সমাজমাধ্যমে একটি ভিডিয়ো পোস্ট করেছে বিএসএফ। তাতে দেখা যাচ্ছে, বিস্ফোরণে দাউ দাউ করে জ্বলছে একটি জায়গা। ওই স্থানটি সিয়ালকোট জেলার লুনি এলাকা

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১০ মে ২০২৫ ১০:৪২
সিয়ালকোটে জঙ্গিদের লঞ্চ প্যাড ধ্বংস করল সীমান্তরক্ষী বাহিনী।

সিয়ালকোটে জঙ্গিদের লঞ্চ প্যাড ধ্বংস করল সীমান্তরক্ষী বাহিনী। ছবি: বিএসএফ সূত্রে প্রাপ্ত।

একের পর এক ড্রোন হামলার মাঝে সীমান্ত দিয়ে অনুপ্রবেশের চেষ্টা চালাচ্ছে জঙ্গিরা। যদিও তাদের সেই চেষ্টা ব্যর্থ করে দিয়েছে সীমান্তরক্ষী বাহিনী। সিয়ালকোটের লুনিতে জঙ্গিদের ‘লঞ্চ প্যাড’ উড়িয়ে দিয়েছে বিএসএফ। বিবৃতি দিয়ে এমনই দাবি করল বিএসএফ।

শুক্রবার রাত ৯টা নাগাদ জম্মু সেক্টরে বিএসএফের পোস্ট লক্ষ্য করে বিনা প্ররোচনায় হামলা করা হয়। সঙ্গে সঙ্গে তার জবাব দেন জওয়ানেরা। যার ফলে আন্তর্জাতিক সীমান্তে পাকিস্তান রেঞ্জার্সের পোস্ট এবং বেশ কিছু জিনিসের ক্ষতি হয়েছে।

শনিবার সমাজমাধ্যমে একটি ভিডিয়ো পোস্ট করেছে বিএসএফ। তাতে দেখা যাচ্ছে, বিস্ফোরণে দাউ দাউ করে জ্বলছে একটি জায়গা। ওই স্থানটি সিয়ালকোট জেলার লুনি এলাকা। ওই জায়গায় জঙ্গিদের ‘লঞ্চ প্যাড’ ছিল বলে বিএসএফ দাবি করেছে। আখনুরের বিপরীতে ‘লঞ্চ প্যাড’ পুরোপুরি গুঁড়িয়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছে বিএসএফ।

ভারত স্পষ্ট করে দিয়েছে, পহেলগাঁওয়ে জঙ্গিহানার প্রেক্ষিতে গত ৭ মে রাতে ‘অপারেশন সিঁদুর’-এ ভারতীয় সেনা শুধু জঙ্গিঘাঁটিতেই আঘাত হেনেছে। পাকিস্তানি সেনার পরিকাঠামোয় আঘাত হানা হয়নি। কোনও সাধারণ মানুষের উপর হামলা হয়নি। যদিও তার পরেও পাকিস্তানি সেনা ভারতে হামলা চালানোর চেষ্টা চালাচ্ছে। শুক্রবার রাত থেকে পঞ্জাব, জম্মু সীমান্তের মতো এলাকায় ড্রোন হামলা করেছে তারা। মোট ২২টি জায়গায় ড্রোন হামলার চেষ্টা হয়। একই সঙ্গে চলছে গোলাবর্ষণ। ভারতীয় সেনার পক্ষ থেকে তার যোগ্য জবাব দেওয়া হয়েছে। বস্তুত, শুক্রবার বিদেশসচিব বিক্রম মিস্রী স্পষ্ট করে দিয়েছেন যে, ভারত কোনও হামলা চালায়নি। শুধু জবাব দিয়েছে। কিন্তু পাকিস্তান হামলা চালালে তার যোগ্য জবাব দেওয়ার জন্য ভারত প্রস্তুত বলে হুঁশিয়ারি দেন তিনি।

BSF India Pakistan Clash Jammu Pahalgam Terror Attack Operation Sindoor Operation Sindoor Effect
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy