Advertisement
E-Paper

ব্যয় সংক্ষেপের হদ্দমুদ্দ! এ বার মোষ নিলামে তুললেন পাক প্রধানমন্ত্রী ইমরান

২০১৪-তে প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের আমলে ওই মোষগুলি কিনেছিল তৎকালীন সরকার। সেই মোষগুলিরই নিলাম করার ব্যবস্থা করেছিল ইমরানের সরকার।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৮ সেপ্টেম্বর ২০১৮ ১৫:৩১
নিলামে কেনা মোষ নিয়ে এক ক্রেতা। ছবি: এএফপি।

নিলামে কেনা মোষ নিয়ে এক ক্রেতা। ছবি: এএফপি।

গাছের মধ্যে বাঁধা রয়েছে গোটা আষ্টেক মোষ। সেগুলোকে দেখতে ভিড়ও জমিয়েছেন প্রচুর মানুষ। কেউ কেউ বেশ খুঁটিয়ে দেখছেন মোষগুলিকে। হাত কয়েক দূরেই হাঁকডাক চলছে মোষের দর নিয়ে। এক লক্ষ…দু’লক্ষ… তিন লক্ষ…এ ভাবে দাম ক্রমশ চড়ছিল।

স্থান— পাক প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন চত্বর। সেই বাসভবনের পিছনের খোলা একটি জায়গায় এ ভাবেই চলছিল মোষের নিলাম।

২০১৪-তে প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের আমলে ওই মোষগুলি কিনেছিল তৎকালীন সরকার। সেই মোষগুলিরই নিলাম করার ব্যবস্থা করেছিল ইমরানের সরকার।

দেশের অর্থনীতির হাল ফেরাতে চাইছেন ইমরান। তার জন্য সরকারি খরচে কাটছাঁট এবং যত বেশি সম্ভব রাজস্ব আদায়ের মতো পদক্ষেপও করছেন সদ্য ক্ষমতায় আসা পাক প্রধানমন্ত্রী।কিন্তু তা বলে মোষ নিলামে তুলে!

আরও পড়ুন: রানওয়েতে নামতে গিয়ে হ্রদে নেমে পড়ল যাত্রিবাহী বিমান! তারপর...

নওয়াজ শরিফের ‘সাধের’ মোষ বিক্রির কথা চাউর হতেই তাঁর ভক্তেরা ভিড় জমিয়েছিলেন। তেমনই এক ভক্ত মালিক তায়িব। তাঁকে দেখা গেল এক কালো চকচকে মোষ কিনে হাসতে হাসতে বেরোচ্ছেন। শত হোক, তাঁদের নেতার ‘সাধের’ মোষ যে কিনেছেন!

এর জন্য তিন লক্ষ টাকা খসাতে হয়েছে তাঁকে! সেই তায়িব-ই সংবাদ সংস্থা এএফপি-কে বলেন, “বাজারদরের তিনগুণ বেশি দামে মোষটি কিনেছি। খুব খুশি। কারণ এর সঙ্গে নওয়াজ শরিফের স্মৃতি জড়িয়ে আছে!” তবে তায়িবের মতো আর এক ক্রেতা জামির খানের ভাগ্যটা সদয় হয়নি। ভেবেছিলেন তিনিও একটা মোষ কিনবেন। কিন্তু দামে পেরে ওঠেননি। বলেন, “আমার মতো সাধারণ মানুষের এত দাম দিয়ে মোষ কেনার সামর্থ্য নেই।”

নিলামের সময়। ইমরান খানের বাসভবনে। ছবি: এএফপি।

পাক সরকারি সূত্রে খবর, ওই মোষগুলি বিক্রি করে সরকারের ঘরে এসেছে প্রায় ২৩ লক্ষ টাকা। এক সরকারি আধিকারিক জাভেদ ইকবাল নিলাম প্রসঙ্গে বলেন, “এ ভাবে নিলামে সাড়া পড়বে আশা করা যায়নি। যথেষ্ট ভাল নিলাম হয়েছে।”

আরও পড়ুন: টাকা নিয়ে আমার বিরুদ্ধে যৌন হেনস্তার গল্প বানাচ্ছেন মহিলারা, বললেন ট্রাম্প

দেশকে আমূল বদলে দেবেন। দেশবাসীর উন্নয়নে জোর দেবেন। দেশের অর্থনীতিকে আরও মজবুত করবেন। এ রকমই বেশ কিছু প্রতিশ্রুতি দিয়ে গত জুলাইয়ে পাকিস্তানের ক্ষমতায় এসেছেন ‘কাপ্তান’ ইমরান খান। শুধু মোষ নিলামই নয়, এর আগে প্রধানমন্ত্রীর বাড়িতে থাকা বেশি কয়েকটি বিলাসবহুল গাড়িও নিলামে বিক্রি, সরকারি বাসববন থেকে পার্লামেন্টে যাওয়ার খরচ, এমনকি মন্ত্রীদের বৈঠকে খাবারেও রাশ টেনেছেন তিনি।

(সব গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর জানতে চোখ রাখুন আমাদের আন্তর্জাতিক বিভাগে।)

Pakistan Imran Khan Auction Buffalo ইমরান খান
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy