Advertisement
১৯ এপ্রিল ২০২৪
Mrs Chatterjee Vs Norway

নরওয়ের ছায়া জার্মানিতে, ভারতীয় দম্পতির শিশুকে জোর করে হেফাজতে নেওয়ার অভিযোগ

৩ বছরের শিশুকন্যাকে জার্মানিতে রেখেই বৃহস্পতিবার মুম্বইয়ে ফিরে আসেন ওই দম্পতি। জানান, গত দেড় বছর ধরে জোর করে হেফাজতে রাখা হয়েছে তাঁদের সন্তান আহিরাকে।

Eknath Shinde writes to S Jaishankar as parents fight to get their baby from Germany

‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’ সিনেমার দৃশ্য। ছবি: টুইটার থেকে নেওয়া।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
মুম্বই শেষ আপডেট: ০৩ জুন ২০২৩ ১০:৩৫
Share: Save:

নরওয়ে সরকারের বিরুদ্ধে জোর করে সে দেশে বসবাসকারী ভারতীয় দম্পতির শিশুসন্তানকে হেফাজতে নেওয়ার অভিযোগ ঘিরে কয়েক বছর আগে বিতর্ক দানা বেঁধেছিল। সেই ঘটনা অবলম্বনে তৈরি হয়েছিল ‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’ ছবিটি। এ বার তেমনই ঘটনা দেখা গেল জার্মানিতে।

মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডের অভিযোগ, জার্মানির শিশু সুরক্ষা কমিশন জোর করে এক ভারতীয় দম্পতির কন্যাসন্তানকে কেড়ে নিয়েছে। বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বিদেশমন্ত্রী জয়শঙ্করের হস্তক্ষেপ দাবি করেছেন তিনি। জার্মানির শিশু সুরক্ষা কমিশনের অভিযোগ, ওই ভারতীয় দম্পতি তাঁদের শিশুসন্তানের পরিচর্যায় অবহেলা করছিলেন।

৩ বছরের শিশুকন্যাকে জার্মানিতে রেখেই বৃহস্পতিবার মুম্বইয়ে ফিরে আসেন ওই দম্পতি। জানান, গত দেড় বছর ধরে জোর করে হেফাজতে রাখা হয়েছে তাঁদের সন্তান আহিরাকে। সে দেশের সশ্লিষ্ট সরকারি দফতরগুলিতে বার বার আবেদন জানিয়েও কোনও ফল মেলেনি। বরং আদালতের নির্দেশে মোদী সরকারের কাছে অনাথ শিশুকন্যাকে ফেরত আনার ব্যবস্থা করার দাবি জানান তাঁরা।

প্রসঙ্গত, প্রয়াত সুষমা স্বরাজ বিদেশমন্ত্রী থাকার সময় মারধরের অভিযোগে নরওয়েতে বসবাসকারী এক ভারতীয় দম্পতির ৫ বছরের ছেলেকে নিজেদের তত্ত্বাবধানে নিয়েছিল সে দেশের সরকার। কিন্ডারগার্টেন স্কুল থেকেই ওই শিশুকে নিজেদের হেফাজতে নিয়ে নেন নরওয়ে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এ ব্যাপারে শিশুটির বাবা-মাকে কিছুই জানানো হয়নি। ওই ঘটনার খবর জেনে কূটনৈতিক স্তরে যোগাযোগ করে শিশুটিকে অভিভাবকদের কাছে ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করেন সুষমা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE