E-Paper

বাংলাদেশে বৈঠক নির্বাচন কমিশন এবং সেনার

আততায়ীদের গুলিতে আহত ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির সিঙ্গাপুরে মৃত্যু হওয়ার পর থেকেই অশান্ত বাংলাদেশের পরিস্থিতি। রাজনৈতিক নেতা ও তাঁদের পরিবারের পাশাপাশি আক্রান্ত হয়েছে গণমাধ্যমও। অনেক ক্ষেত্রেই শেষ পর্যন্ত পরিস্থিতি সামলাতে আসরে নামতে হয়েছে সেনাবাহিনীকে।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২২ ডিসেম্বর ২০২৫ ০৭:৩১

—প্রতীকী চিত্র।

কখনও বিএনপি নেতার বাড়িতে অগ্নিসংযোগের ফলে মারা যাচ্ছে তাঁর সাত বছরের মেয়ে। কখনও হুমকি দেওয়া হচ্ছে জাতীয় পার্টির নেতাকে। কখনও আবার উন্মত্ত জনতার মারে নিহত হচ্ছেন সংখ্যালঘু যুবক। এই পরিস্থিতিতে আজ বাংলাদেশের নির্বাচন কমিশনের সঙ্গে দীর্ঘ বৈঠক করলেন বাংলাদেশের তিন বাহিনীর প্রধানেরা। ফেব্রুয়ারি মাসে সে দেশের জাতীয় সংসদের নির্বাচন হওয়ার কথা। সেই নির্বাচন নিয়েই ওই বৈঠকে আলোচনা হয়েছে বলে জানিয়েছে কমিশন। বর্তমান পরিস্থিতিতে এই বৈঠক তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

আততায়ীদের গুলিতে আহত ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির সিঙ্গাপুরে মৃত্যু হওয়ার পর থেকেই অশান্ত বাংলাদেশের পরিস্থিতি। রাজনৈতিক নেতা ও তাঁদের পরিবারের পাশাপাশি আক্রান্ত হয়েছে গণমাধ্যমও। অনেক ক্ষেত্রেই শেষ পর্যন্ত পরিস্থিতি সামলাতে আসরে নামতে হয়েছে সেনাবাহিনীকে।

এই পরিস্থিতিতে আজ ঢাকার আগারগাঁওয়ে সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ জামান, নৌসেনা প্রধান অ্যাডমিরাল মহম্মদ নাজমুল হাসান ও বায়ুসেনা প্রধান এয়ার মার্শাল হাসান মাহমুদ খানের সঙ্গে বৈঠক করেন কমিশনের কর্তারা। প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসিরউদ্দিনের সভাপতিত্বে এই বৈঠক হয়। হাজির ছিলেন নির্বাচন কমিশনারেরা। পরে ফের একটি বৈঠক হয়। কমিশন জানিয়েছে, নির্বাচনের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতি, অবৈধ অস্ত্র উদ্ধার ও সন্ত্রাসী হামলা রোধে যৌথ বাহিনীর পদক্ষেপ নিয়ে এই বৈঠকগুলিতে আলোচনা হয়েছে।

তবে রাজনৈতিক অস্থিরতা কমার কোনও লক্ষণ নেই বাংলাদেশে। গত কাল চট্টগ্রামের লক্ষ্মীপুরে বিএনপি নেতা বেলাল হোসেনের বাড়িতে অগ্নিসংযোগ করে দুষ্কৃতীরা। তাতে মৃত্যু হয় বেলালের সাত বছরের মেয়ে আয়েশা আক্তারের। আহত অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন বেলাল ও তাঁর অন্য দুই মেয়ে। কিন্তু লক্ষ্মীপুর থানার দাবি, ওই ঘটনায় দুষ্কৃতীদের যোগ বা জনতার হামলার কোনও প্রমাণ পাওয়া যায়নি। আজ সন্ধ্যা পর্যন্ত কোনও মামলা হয়নি বা কাউকে আটকও করা হয়নি।

এরই মধ্যে আবার জাতীয় নাগরিক পার্টির নেতা ও নোয়াখালি-৬ (হাতিয়া) কেন্দ্রের প্রার্থী আব্দুল হান্নান মাসউদকে হুমকি দেওয়ার অভিযোগে আটক করা হয়েছে এক যুবককে। তার নাম ইশরাত রায়হান ওরফে অমি। পুলিশ জানিয়েছে, ইশরাত হাতিয়া এলাকার চরঈশ্বর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল হালিম ওরফে আজাদ চেয়ারম্যানের ছেলে। মাসউদকে হুমকি দেওয়া নিয়ে তাকে জেরা করা হচ্ছে।

পুলিশ জানিয়েছে, মাসউদের কাকা ও জাতীয় নাগরিক পার্টির নেতা শামছল তিব্রিজ হাতিয়া থানায় অভিযোগ দায়ের করেন। তাতে বলা হয়, ‘ইশরাত রায়হান অমি’ ও ‘রূপক নন্দী’ নামে দু’টি ফেসবুক আইডি থেকে এনসিপি-র এক কর্মীকে মেসেঞ্জারে পাঠানো বার্তায় মাসউদ ও তাঁর সহযোগীদের হত্যা করার হুমকি দেওয়া হয়েছে। ইশরাত রায়হান ছাড়াও রূপক নন্দী, আব্দুল হালিম আজাদ, প্রেম লাল, নুর হোসেন ওরফে রহিম, বাবু লাল ও ওমর ফারুক নামে ছ’জনের কথা উল্লেখ করা হয়েছে।

অন্য দিকে ময়মনসিংহের ভালুকায় দীপুচন্দ্র দাস নামে যুবককে পিটিয়ে খুন ও দেহ জ্বালিয়ে দেওয়ার ঘটনায় আরও দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনার বিভিন্ন ভিডিয়ো দেখে শনাক্ত করে ওই দু’জনকে গ্রেফতার করেন তদন্তকারীরা। এ নিয়ে ওই ঘটনায় ১২ জনকে গ্রেফতার করা হল।

পুলিশ জানিয়েছে, আশিকুর রহমান ও কাইয়ুম নামে ওই দুই অভিযুক্তের বাড়ি ভালুকার জামিরদিয়া ডুবালিয়াপাড়া এলাকায়। ধর্ম অবমাননার অভিযোগ তুলে দীপুচন্দ্রকে পিটিয়ে খুন করে দেহ জ্বালিয়ে দেওয়া হয়।

আজ দীপুচন্দ্র দাস ও আয়েশা আক্তারের হত্যাকাণ্ডে‌ জড়িতদের দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে মৌন মিছিল করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের শিক্ষার্থীরা। মিছিলের পরে জগন্নাথ হলের সংসদের সহ-সভাপতি পল্লব বর্মণ বলেন, ‘‘প্রতিটি ধর্ম শান্তির বার্তা দেয়। অথচ কিছু উগ্রবাদী গোষ্ঠী ধর্ম অবমাননার নাটক সাজিয়ে মানুষকে হত্যা করছে। ধর্ম অবমাননার নামে মব (জনতা) তৈরি করা এখন বাংলাদেশের সংস্কৃতিতে পরিণত হয়েছে।’’

নির্বাচনের প্রস্তুতি অবশ্য শুরু করেছে বাংলাদেশের বিভিন্ন দল। আজ বগুড়া-৭ (গাবতলি-শাজাহানপুর) আসনে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া ও বগুড়া-৬ (সদর) আসনে দলেরভারপ্রাপ্ত চেয়ারপার্সন তারেক রহমানের পক্ষে মনোনয়ন পত্র সংগ্রহ করা হয়। বেলা দেড়টা নাগাদ বগুড়ায় খালেদার উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য হেলালুজ্জামান তালুকদার মনোনয়নপত্র সংগ্রহ করেন।

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

Bangladesh Situation Bangladesh Unrest Bangladesh Election

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy