নতুন রাজনৈতিক দল গঠনের ঘোষণা করলেন ধনকুবের ইলন মাস্ক। নাম দিয়েছেন ‘দ্য আমেরিকা পার্টি’। তাঁর মালিকানাধীন সমাজমাধ্যম এক্স-এ আজ এই ঘোষণা করেছেন মাস্ক।
মতামত সমীক্ষার জন্য মাস্ক একটি ভোটাভুটি করান এক্স-এ। সেই সূত্র ধরে আজ তিনি লিখেছেন, ‘আপনাদের স্বাধীনতা ফিরিয়ে দিতে দ্য আমেরিকা পার্টি গঠিত হল আজ’। তাঁর বার্তা, ‘আপনাদের তিন ভাগের মধ্যে দু’ভাগ নতুন রাজনৈতিক দল চেয়েছেন এবং আপনারা সেটা পাবেন। যদি বিষয়টা হয় অপচয় ও ঘুষের রাজত্বে দেশটাকে দেউলিয়া করে ফেলা, তা হলে আমরা বাস করছি একটা একদলীয় ব্যবস্থায়, কোনও গণতন্ত্রে নয়।’
গত কাল, আমেরিকার স্বাধীনতা দিবস উদ্যাপনের দিনে মাস্ক এক্স-এ লেখেন, ‘দ্বিদলীয় (কেউ কেউ বলবেন আসলে একদলীয়) ব্যবস্থা আপনারা চান কি না, সেটা জিজ্ঞাসা করার জন্য স্বাধীনতা দিবস আদর্শ। আমাদের কি দ্য আমেরিকা পার্টি গঠন করা উচিত?’ সেই পোস্টে ৬৫.৪ শতাংশ মানুষ ভোট দিয়েছেন ‘হ্যাঁ’ বলে। বিরুদ্ধে মতামত দিয়েছেন ৩৪.৬ শতাংশ মানুষ।
আমেরিকান কংগ্রেসে কর এবং ব্যয়সংক্রান্ত ‘দ্য ওয়ান বিগ বিউটিফুল বিল’ বৃহস্পতিবার মাত্র চার ভোটের ব্যবধানে পাশ হয়েছে আমেরিকার আইনসভার নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজ়েন্টিটিভস-এ। শুক্রবার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাতে সই করেন। আর তার পরেই মাস্কের নতুন রাজনৈতিক দল গঠনের এই ঘোষণা।
বিতর্কিত এই বিল নিয়েই একদা ঘনিষ্ঠ বন্ধু মাস্কের সঙ্গে বিবাদে জড়ান ট্রাম্প। চার মাস আমেরিকান প্রেসিডেন্টের রাজ্যপাট সামলানোর পরে তাঁর উপদেষ্টা পদ থেকে বিদায় নেন মাস্ক। নতুন আইনটিকে বলা হচ্ছে ‘কর এবং খরচ কাটছাঁটের আইন’। এর মাধ্যমে আমেরিকার সরকার খরচে বিপুল কাটছাঁট করতে চলেছে। বদলাতে চলেছে দেশের অভ্যন্তরীণ কর ব্যবস্থাও।
বিলে স্বাক্ষর করার পরে ট্রাম্প দাবি করেছেন, ‘‘আমাদের দেশের মানুষকে এত খুশি আমি এর আগে কখনও দেখিনি। কারণ, এই আইনে ভিন্ন ভিন্ন গোষ্ঠীর মানুষের সুবিধা হবে।’’ তবে ট্রাম্পের এই নতুন আইনে আমেরিকার বহু মানুষ স্বাস্থ্যবিমার সুবিধা হারাতে পারেন বলে মনে করা হচ্ছে। কারণ, নাগরিকদের স্বাস্থ্যবিমার জন্য যে খরচ সরকার করে থাকে, তাতে কাটছাঁট করা হতে পারে।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)