Advertisement
২৬ এপ্রিল ২০২৪
Emmanuel Macron

Emmanuel Macron: জনসনকে ক্লাউন বলে বিতর্কে মাকরঁ

ইংলিশ চ্যানেলে শরণার্থী বোঝাই নৌকা পারপার নিয়ে মাকরঁকে লেখা একটি চিঠি সম্প্রতি টুইট করেন জনসন।

ইম্যানুয়েল মাঁকর।

ইম্যানুয়েল মাঁকর। ফাইল চিত্র।

সংবাদ সংস্থা
প্যারিস শেষ আপডেট: ০৩ ডিসেম্বর ২০২১ ০৬:৪৫
Share: Save:

ঘনিষ্ঠ মহলের আলাপচারিতায় ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসনকে ‘ক্লাউন’ বলার অভিযোগ উঠল ফ্রান্সের রাষ্ট্রপতি ইমানুয়েল মাকরঁর বিরুদ্ধে। রাজনৈতিক মহলে এ নিয়ে চাপানউতোর শুরু হয়েছে।

ফ্রান্সের একটি সংবাদমাধ্যম ওই দাবি করেছে। তাদের দাবি, ইংলিশ চ্যানেলে শরণার্থী বোঝাই নৌকাডুবির প্রসঙ্গে সম্প্রতি দুই প্রধানমন্ত্রীর মধ্যে ফোনে কথা হয়েছিল। সেই প্রসঙ্গে বুধবার ঘনিষ্ঠ মহলে আলোচনার সময় মাকরঁ বলেন, ‘‘উনি (জনসন) সব সময় হড়বড় করে কথা বলেন। কথার পিঠে কথা দিয়ে একটা আলাপচারিতা তৈরি হয়। কিন্তু উনি সব সময় অমার্জিত ভাবে আমার আগে কথা বলেন। সব সময় এই একই সার্কাস চলে।’’ একইসঙ্গে মাকরঁ বলেন, ‘‘এত মহান, সম্ভাবনাময় একটা দেশ চালাচ্ছে এক জন ক্লাউন। দেখেও দুঃখ হয়।’’

ইংলিশ চ্যানেলে শরণার্থী বোঝাই নৌকা পারপার নিয়ে মাকরঁকে লেখা একটি চিঠি সম্প্রতি টুইট করেন জনসন। সূত্রের খবর, তাতেই চটেছেন ফরাসি প্রধানমন্ত্রী। মাকরঁ বলেছেন, ‘‘দু’দিন আগে আমি খুবই গুরুত্ব সহকারে এ বিষয়ে জনসনের সঙ্গে কথা বলেছি। যে কোনও রাষ্ট্রনেতার সঙ্গে কথা বলার সময় আমি যথেষ্ট গুরুত্ব দিয়ে বিষয়গুলি দেখি। কিন্তু যখন তাঁদের কেউ কেউ বিষয়টিকে ততটা গুরুত্ব দেন না, তখন দেখে অবাক লাগে। আমরা এ ভাবে কোনও রাষ্ট্রনেতার সঙ্গে আলোচনা করার বিষয় জনসমক্ষে টুইট করে প্রকাশ করি না।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Emmanuel Macron Boris Johnson
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE