হামাসের উপরে চাপ সৃষ্টি করতে গত দু’মাস ধরে গাজ়ায় সব রকমের ত্রাণ সাহায্য ঢোকা বন্ধ করে দিয়েছে ইজ়রায়েল। ফলে খাবার, ওষুধ, জ্বালানি, কিছুই আর পাঠানো যাচ্ছে না যুদ্ধবিধ্বস্ত গাজ়ায়। রাষ্ট্রপুঞ্জের তরফে সম্প্রতি জানানো হয়, যে পরিমাণ খাবার মজুত করা ছিল গাজ়াবাসীর জন্য, তা সবই শেষ হয়ে এসেছে। ফলে আগামী দিনে ব্যাপক অনাহার দেখা দেবে গাজ়ায়।
ইজ়রায়েল বরাবর অভিযোগ করেছে, তাদের পাঠানো মানবিক সহায়তা ব্যবহার করে জঙ্গিদেরই মদত করে গাজ়া। রাষ্ট্রপুঞ্জ যদিও বার বার দাবি করেছে, ইজ়রায়েলের এই দাবির কোনও ভিত্তি নেই। কাজেই, এমন অভিযোগের ভিত্তিতে যদি সহায়তা ঢোকা বন্ধ করে দেয় ইজ়রায়েল, তা হলে সমস্যায় পড়তে হবে সাধারণ মানুষকেই। বস্তুত, আগে যেখানে ভাতের সঙ্গে মাংস দেওয়া হত গাজ়াবাসীদের, এখন তা-ও দেওয়া সম্ভব হচ্ছে না। আপাতত ডাল আর ভাত দিয়েই পেট ভরাতে হচ্ছে তাদের। জ্বালানির অভাবে কত দিন ঠিকঠাক ভাবে রান্না করা যাবে, তা নিয়েও সংশয়ে রয়েছেন সকলে। ইতিমধ্যে গাজ়ার বহু গুদামে লুট চালানোর ঘটনা ঘটেছে।
প্রসঙ্গত, যুদ্ধ শুরুর দিন থেকে এখনও পর্যন্ত গাজ়ায় অন্তত ৫৩ হাজার মানুষ নিহত হয়েছেন। নিহতদের মধ্যে বেশির ভাগই মহিলা এবং শিশু।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)