পাকিস্তানে ভারতীয় নৌসেনার প্রাক্তন আধিকারিক কুলভূষণ যাদবের মৃত্যুদণ্ড নিয়ে আন্তর্জাতিক আদালতে আবেদন করেছে ভারত। বৃহস্পতিবার এই আদালত জানিয়ে দিয়েছে, কুলভূষণ যাদবকে মৃত্যুদণ্ড দিতে পারবে না পাকিস্তান। এ দিন এই রায় দেন আন্তর্জাতিক আদালতের প্রেসিডেন্ট জাস্টিস রনি আব্রাহাম। স্বাভাবিক ভাবেই এই রায় নিয়ে উচ্ছ্বসিত ভারত। তবে পাকিস্তানের দাবি, এই মামলা আন্তর্জাতিক আদালতের এক্তিয়ারভুক্ত নয়। ফলে কুলভূষণ যাদবের মামলায় যাতে এই আদালত হস্তক্ষেপ না করে তা নিয়ে সওয়াল করেছিল পাকিস্তান।
কুলভূষণ যাদবের মৃত্যুদণ্ড মামলা ছাড়াও সাম্প্রতিক কালে দক্ষিণ চিন সাগরে স্প্র্যাটলি ও প্যারাসেল অঞ্চল নিয়ে ফিলিপিন্স, ভিয়েতনাম এবং তাইওয়ানের সঙ্গে চিনের বিরোধ নিয়েও বার বার শিরোনামে উঠে এসেছে আন্তর্জাতিক আদালত। এই আন্তর্জাতিক আদালত আদতে কী? কোন কোন কোন বিষয়ে রায় দেওয়ার এক্তিয়ার রয়েছে এই আদালতের। এক ঝলকে দেখে নেওয়া যাক এর কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য।
আরও পড়ুন
বিরাট জয় পেল ভারত, কুলভূষণের ফাঁসি স্থগিত আন্তর্জাতিক আদালতে

