ঋত্বিক ঘটকের ‘অযান্ত্রিক’ দেখেছেন? ‘জগদ্দল’-এর পরিণতির কথা মনে পড়ে? ঠিকই ধরেছেন। পাহাড়ের ধারে নিয়ে গিয়ে বিমল তার প্রিয় গাড়িটি ধাক্কা দিয়ে নীচে ফেলে দেয়। এ ক্ষেত্রেও প্রায় তেমনই ঘটল। পাহাড় থেকে ফেলার বদলে গাড়ির মালিক বোমা মেরে গাড়ি উড়িয়ে দিয়ে সেই ভিডিয়ো ইউটিউবে আপলোড করলেন।
আমেরিকার বহুজাতিক সংস্থা টেসলা বিখ্যাত তাদের উন্নত প্রযুক্তিসম্পন্ন ব্যাটারিচালিত গাড়ির জন্য। বিভিন্ন দেশে জনপ্রিয় টেসলার গাড়ি। সে সব দেশে এই সংস্থা গাড়ি সংক্রান্ত সমস্ত পরিষেবাও দিয়ে থাকে। কিন্তু অত্যাধুনিক প্রযুক্তিও সব সময় গ্রাহককে সন্তুষ্ট করে না। সমস্যা দেখা যায়। এবং তা সারানোর খরচ বিপুল।
কিমেনলাক্সো প্রদেশের বাসিন্দা তৌমেন কাতাইনেন সম্প্রতি তাঁর ইউটিউব চ্যানেলে একটি ভিডিয়ো আপলোড করেছেন। যেখানে দেখা যাচ্ছে তিনি তাঁর মূল্যবান ‘টেসলা মডেল এস’ গাড়িটি প্রায় ৩০ কেজি বিস্ফোরকের সাহায্যে উড়িয়ে দিলেন। তাঁর এই উদ্ভট আচরণের কারণ, গাড়িটি সারাতে তাঁর ১৭ লক্ষ টাকা খরচ হত। তাই বিরক্ত হয়ে তিনি এই পদক্ষেপ করেছেন।