Advertisement
১০ মে ২০২৪

ইমপিচমেন্ট প্রস্তাব পেশ ট্রাম্পের বিরুদ্ধে

ক্যালিফোর্নিয়ার ডেমোক্র্যাটিক নেতা ব্র্যাড শেরম্যান ট্রাম্পের বিরুদ্ধে অপরাধমূলক আর অবৈধ কাজ কর্মের অভিযোগ এনেছেন। ব্র্যাডের প্রস্তাবকে সমর্থন জানিয়ে তাতে সই করেছেন আর এক ডেমোক্র্যাট নেতা অ্যাল গ্রিন।

সংবাদ সংস্থা
ওয়াশিংটন শেষ আপডেট: ১৪ জুলাই ২০১৭ ০২:০৯
Share: Save:

তদন্ত আর বিচার প্রক্রিয়ায় বাধা দেওয়ার অভিযোগ উঠেছিল তাঁর বিরুদ্ধে। সেই সূত্রেই এ বার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে ইমপিচমেন্টের প্রথম প্রস্তাব পেশ করেছেন এক কংগ্রেস সদস্য। এই প্রথম ট্রাম্পের বিরুদ্ধে ইমপিচমেন্ট প্রস্তাব আনা হল।

ক্যালিফোর্নিয়ার ডেমোক্র্যাটিক নেতা ব্র্যাড শেরম্যান ট্রাম্পের বিরুদ্ধে অপরাধমূলক আর অবৈধ কাজ কর্মের অভিযোগ এনেছেন। ব্র্যাডের প্রস্তাবকে সমর্থন জানিয়ে তাতে সই করেছেন আর এক ডেমোক্র্যাট নেতা অ্যাল গ্রিন। তবে মার্কিন কংগ্রেসে এই প্রস্তাব পাশ করানো ততটা সহজ নয় বলে মনে করছেন বিশেষজ্ঞেরা। কারণ প্রেসিডেন্টের বিরুদ্ধে ইমপিচমেন্ট প্রস্তাব পাশ করাতে গেলে সংখ্যাগরিষ্ঠ ভোটের প্রয়োজন। কিন্তু মার্কিন কংগ্রেসে ট্রাম্পের নিজের দল, রিপাবলিকানরা সংখ্যাগরিষ্ঠ। বর্তমানে হাউস অব রিপ্রেজেনটেটিভে ৪৬টি আসন রয়েছে তাদের।

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়া সরকারের কোনও হাত ছিল কি না, তা নিয়ে তদন্তে ট্রাম্প বাধা দিচ্ছেন বলে বারবার অভিযোগ উঠেছে। বিচার প্রক্রিয়ায় হস্তক্ষেপের অভিযোগ প্রমাণিত হলে ট্রাম্পকে ইমপিচ করা হতে পারে। সেই প্রক্রিয়াটিই এ বার
শুরু করতে চাইছেন ডেমোক্র্যাট নেতারা। অভিযোগে অবশ্য তেমন আমল দিচ্ছে না হোয়াইট হাউস। মুখপাত্র সারা হুকাবির বক্তব্য, ‘‘আমার মনে হয় বিষয়টি অত্যন্ত হাস্যকর। রাজনীতির নোংরা খেলা।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE