Advertisement
২৫ এপ্রিল ২০২৪

পৃথিবীর প্রথম রোবটের বিয়ে!

লাল জামার সঙ্গে রঙ মিলিয়ে বো-টাই বাঁধা বরের। তার পাশে দাঁড়িয়ে ঐতিহ্যবাহী সাদা গাউনে সেজে লাজুক হাসছে কনে। বিয়ের আসরে নিমন্ত্রিত অতিথিদের সামনেই ‘ওয়েডিং কেক’ কাটলেন নবদম্পতি। সকলে শুভেচ্ছা জানালেন তাঁদের। সব শেষে চুমুও শেয়ার করলেন তারা।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ০৩ জুলাই ২০১৫ ১২:৪২
Share: Save:

লাল জামার সঙ্গে রঙ মিলিয়ে বো-টাই বাঁধা বরের। তার পাশে দাঁড়িয়ে ঐতিহ্যবাহী সাদা গাউনে সেজে লাজুক হাসছে কনে। বিয়ের আসরে নিমন্ত্রিত অতিথিদের সামনেই ‘ওয়েডিং কেক’ কাটলেন নবদম্পতি। সকলে শুভেচ্ছা জানালেন তাঁদের। সব শেষে চুমুও শেয়ার করলেন তারা। যে কোনও সাধারণ বিয়ের আসরে এমনটাই তো নিয়ম। কিন্তু এ কোনও সাধারণ বিয়ে নয়। ঠিক মানুষের মতোই বিয়ে সেরে ফেললেন পৃথিবীর প্রথম রোবট দম্পতি। জাপানের টোকিওতে গত ২৭ জুন এই অভিনব বিয়ের সাক্ষী থাকলেন শ’খানেক অতিথি।

বরের নাম ফরিস। মায়ওয়া ডেনকি সংস্থা তৈরি করেছে এই রোবটটি। আর কনের নাম হিউম্যানড্রয়িড ইউকিরিন। তার জন্মদাতা টাকাইউকি টোডো। এই অ্যান্ড্রয়েড যন্ত্রমানবীকে তৈরি করা হয়েছে জাপানি পপ তারকা ইউকি কাসিওয়াগির আদলে। এবং পুরো অনুষ্ঠানটি পরিচালনার দায়িত্বে ছিল পেপার নামের একটি রোবট। এমনকি ফরিস এবং ইউকিরিনের বিয়েতে নাচ-গানের জমাটি পারফরম্যান্স দিয়েছে একটি রোবট ব্যান্ড। অতিথিদের দলে মানুষদের সঙ্গে যন্ত্রমানবদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো। সব মিলিয়ে মানুষ এবং যন্ত্রমানুষ যৌথ ভাবে উপভোগ করল পৃথিবীর প্রথম রোবট-বিয়ে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

pop idol Robot Wedding japan Yuki Kashiwagi
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE