Advertisement
E-Paper

প্রথম ঘোষিত সমকামী গভর্নর পেল আমেরিকা

মার্কিন কংগ্রেস থেকে পাঁচ বার হাউস অফ রিপ্রেজেন্টেটিভে নির্বাচিত হয়েছেন জ্যারেড। সমকামী হওয়া নিয়ে কোনওকালেই লুকোছাপা করেননি তিনি।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৭ নভেম্বর ২০১৮ ১২:৪৩
কলোরাডোর গভর্নর নির্বাচিত হলেন জ্যারেড পলিস।

কলোরাডোর গভর্নর নির্বাচিত হলেন জ্যারেড পলিস।

মধ্যবর্তী নির্বাচনের ফলাফলে ইতিহাস গড়ল আমেরিকা। ডেমোক্র্যাট, রিপাবলিকানদের যুদ্ধে ইতিহাসে প্রথম বার ঘোষিত সমকামী গভর্নর পেল মার্কিন যুক্তরাষ্ট্র। মঙ্গলবার মধ্যবর্তী নির্বাচনের ফলাফল ঘোষিত হয়েছে। তাতে কলোরাডোর গভর্নর নির্বাচিত হয়েছেন ডেমোক্র্যাট প্রার্থী জ্যারেড পলিস। রিপাবলিকান প্রার্থী ওয়াকার স্টেপলটনকে পরাজিত করেছেন তিনি।

মার্কিন কংগ্রেস থেকে পাঁচ বার হাউস অফ রিপ্রেজেন্টেটিভে নির্বাচিত হয়েছেন জ্যারেড। সমকামী হওয়া নিয়ে কোনওকালেই লুকোছাপা করেননি তিনি। এ বছর নির্বাচনী প্রচারেও তা নিয়ে খোলামেলা আলোচনা করতে দেখা গিয়েছে তাঁকে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমালোচনার ক্ষেত্রে বারবার নিজের সমকামী পরিচয়কে তুলে ধরতেও দেখা গিয়েছে তিনি।

এর আগে, ২০১৫ সালে ওরেগনের গভর্নর নির্বাচিত হন ডেমোক্র্যাটিক পার্টির কেট ব্রাউন। তিনি আমেরিকার প্রথম উভকামী গভর্নর। ডেমোক্র্যাটদের হয়ে ২০০২ সালে নিউ জার্সির গভর্নর নির্বাচিত হন জিম ম্যাকগ্রিভে। ততদিন নিজের ব্যক্তিগত জীবন নিয়ে কিছু প্রকাশ করেননি তিনি। তবে নিজের প্রেমিক ইজরায়েলি নাগরিক গোলান সিপেলকে নিরাপত্তা উপদেষ্টা নিয়োগ করায় সমালোচনার মুখে পড়তে হয় তাঁকে। ২০০৪ সালের ১২ অগস্ট ইস্তফা দেওয়ার কথা ঘোষণা করেন তিনি। সেই সঙ্গে নিজের সমকামী পরিচয়ও সামনে আনেন। এখানেই তাঁকে ছাপিয়ে গিয়েছেন জ্যারেড। শুরু থেকেই সমকামী বলে পরিচয় দিয়েছেন তিনি। সে ভাবেই তাঁকে গ্রহণ করেছেন মানুষ।

পার্টনার মারলন রিজ ও দুই সন্তানের সঙ্গে জ্যারেড পলিস।

আরও পড়ুন: ভারতকে ছাড় আমেরিকার, ইরানের চাবাহারে নিজস্ব গতিতেই বন্দর বানাবে নয়াদিল্লি​

আরও পড়ুন: ভারতের প্রতিবাদ কানেই তুলল না চিন-পাকিস্তান, পিওকে দিয়ে শুরু লাহৌর-কাশগড় বাস পরিষেবা​

২০১১ সাল থেকে কলোরাডোর গভর্নর ছিলেন রিপাবলিকান সদস্য জন হিকেনলুপার। এ বার তাঁর জায়গায় বসবেন জ্যারেড।

ইহুদি পরিবারের ছেলে জ্যারেড পলিস। রাজনীতির পাশাপাশি নিজের ব্যবসাও চালান। মার্কিন কংগ্রেসের অন্যতম ধনী সদস্য তিনি। পার্টনার মারলন রিজের সঙ্গে এক ছেলে, কাস্পিয়ান জুলিয়াস এবং এক মেয়ে, কোরা বারুচা রয়েছে তাঁর।

প্রেসিডেন্ট নির্বাচনের ঠিক দু’বছর পর মধ্যবর্তী নির্বাচন হয় মার্কিন যুক্তরাষ্ট্রে। ক্ষমতাসীন প্রেসিডেন্ট ও তাঁর সরকারকে নিয়ে মানুষের প্রতিক্রিয়া জানা যায় তাতে। এ বারের নির্বাচনে হাউস অফ রিপ্রেজেন্টেটিভসের দখল নিয়েছে ডেমোক্র্যাটরা। মার্কিন সেনেট রয়ে গিয়েছে রিপাবলিকানদের হাতে।

US Elections US MIdterm Elections Gay Governor
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy