২০২৪ সালকে উষ্ণতম বছর বলে ইতিমধ্যেই ঘোষণা করেছে রাষ্ট্রপুঞ্জের আবহাওয়া সংস্থা ডব্লিউএমও, নাসা-সহ একাধিক প্রতিষ্ঠান। এ বার রাষ্ট্রপুঞ্জেরই সংস্থা ইউনিসেফ জানিয়েছে, ২০২৪ সালে তাপপ্রবাহের জেরে স্কুলশিক্ষায় ব্যাঘাত ঘটেছে পাঁচ কোটি ভারতীয় পড়ুয়ার। ইউনিসেফ একটি রিপোর্টে বলেছে, জলবায়ুর নানা অবস্থার জেরে ২০২৪ সালে ৮৫টি দেশের অন্তত ২৪.২ কোটি পড়ুয়ার স্কুলের পড়াশোনায় বিঘ্ন ঘটেছে। চিলড্রেন’স ক্লাইমেট রিস্ক ইনডেক্স নামে একটি সূচকের কথা জানিয়ে রিপোর্ট বলেছে, এর নিরিখে ভারত বেশ উপরের দিকে— ১৬৩টি দেশের মধ্যে ২৬ নম্বরে রয়েছে। জলবায়ু, বিশেষ করে তাপপ্রবাহের কারণে স্কুলশিক্ষা ব্যাহত হওয়ার নজির সবচেয়ে বেশি এপ্রিলে। বাংলাদেশ, কম্বোডিয়া, ভারত, ফিলিপিন্স, তাইল্যান্ড মিলিয়ে প্রায় ১১.৮ কোটি স্কুলপড়ুয়াকে এর ফল ভুগতে হয়েছে। এর মধ্যে ভারতের পড়ুয়া পাঁচ কোটি।
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)