Advertisement
০৪ মে ২০২৪
Vatican City

প্রয়াত ভ্যাটিকান সিটির প্রাক্তন পোপ ষোড়শ বেনেডিক্ট, মৃত্যুর সময় বয়স হয়েছিল ৯৫

প্রয়াত হলেন ভ্যাটিকান সিটির প্রাক্তন পোপ ষোড়শ বেনেডিক্ট। মৃত্যুর সময় তাঁর বয়স হয়েছিল ৯৫। ভ্যাটিকান সিটির বাসভবনে শনিবার সকালে তাঁর মৃত্যু হয়।

ভ্যাটিকান সিটির প্রাক্তন পোপ ষোড়শ বেনেডিক্ট।

ভ্যাটিকান সিটির প্রাক্তন পোপ ষোড়শ বেনেডিক্ট। ফাইল চিত্র ।

সংবাদ সংস্থা
ভ্যাটিকান সিটি শেষ আপডেট: ৩১ ডিসেম্বর ২০২২ ১৫:৪৪
Share: Save:

প্রয়াত হলেন ভ্যাটিকান সিটির প্রাক্তন পোপ ষোড়শ বেনেডিক্ট। মৃত্যুর সময় তাঁর বয়স হয়েছিল ৯৫। ভ্যাটিকান সিটির বাসভবনে শনিবার সকালে তাঁর মৃত্যু হয়।

ষোড়শ বেনেডিক্টের মৃত্যুতে ভ্যাটিকানের তরফে ইতিমধ্যেই একটি বিবৃতি জারি করা হয়েছে। বিবৃতিতে জানানো হয়েছে, ‘অত্যন্ত দুঃখের সঙ্গে জানানো হচ্ছে যে, শনিবার সকাল ৯টা ৩৪ মিনিটে ভ্যাটিকানের প্রাক্তন পোপ ষোড়শ বেনেডিক্ট প্রয়াত হয়েছেন।’

প্রায় ৮ বছর ভ্যাটিকান গির্জার পোপের দায়িত্ব পালন করেন ষোড়শ বেনেডিক্ট। কিন্তু ২০১৩ সালে তিনি পদত্যাগ করেন। তিনিই ছিলেন স্বেচ্ছায় পোপের পদ থেকে সরে যাওয়া দ্বিতীয় ব্যক্তি। তাঁর আগে ১৪১৫ সালে দ্বাদশ গ্রেগরি পোপের পদ থেকে ইস্তফা দিয়েছিলেন।

বেনেডিক্ট তাঁর জীবনের শেষ বছরগুলি কাটাচ্ছিলেন ভ্যাটিকানের মেটার ইক্লেসিয়া মঠে। তাঁর উত্তরসূরি পোপ ফ্রান্সিস মাঝেমধ্যেই তাঁকে দেখতে সেখানে যেতেন বলে জানিয়েছেন। প্রায় দশ বছর ধরে ষোড়শ বেনেডিক্ট শারীরিক অসুস্থতায় ভুগছিলেন। তবে বিগত কয়েক দিন ধরে তাঁর শারীরিক অবস্থার আরও অবনতি হয়েছিল।

১৯২৭ সালের ১৬ এপ্রিল জার্মানির মার্কটলে ষোড়শ বেনেডিক্টের জন্ম। তাঁর আসল নাম জোসেফ রেটজিঙ্গার। ২০০৫ সালে তাঁর ৭৮ বছর বয়সে ভ্যাটিকানের পোপ নির্বাচিত হন। তিনি পোপ থাকাকালীন গির্জার উপর শিশু নির্যাতনের আঙুল উঠেছিল। এর ফলে বিতর্কের মুখেও পড়েছিলেন ষোড়শ বেনেডিক্ট।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Vatican City Pope Death
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE