ভাইয়ের মুখটা যেন শুধু টি-শার্টের ছবি হয়ে থেকে না যায়, এই অন্যায় আর বৈষম্য যেন বন্ধ হয়! অনেক হয়েছে! জর্জ ফ্লয়েড হত্যা মামলায় সাক্ষ্য দিতে এসে বুধবার এই দাবিই তুললেন জর্জের ভাই ফিলোনিজ ফ্লয়েড।
জর্জ হত্যায় পুলিশের দায় বিচারে মার্কিন কংগ্রেসের বিচারবিভাগীয় হাউস কমিটিতে শুরু হয়েছে সাক্ষ্যগ্রহণ। ফিলোনিজ সেখানে প্রথম এবং প্রধান সাক্ষী। তিনি বলেছেন, ‘‘শ্রেণি, বর্ণ, লিঙ্গ নির্বিশেষে মানুষ পরিবর্তন চাইছেন। সেই স্বরকে শুনুন, তাকে সম্মান করুন।’’
কী ভাবে জর্জ মরতে মরতেও পুলিশ অফিসারকে ‘স্যর’ বলে সম্বোধন করে গিয়েছেন, সে কথা বলতে বলতে কেঁদে ফেলেন ফিলোনিজ। ক্রুদ্ধ স্বরে বলেন, ‘‘২০ ডলারের সিগারেট সরানোর তো অভিযোগ ছিল! মানুষের জীবনের দাম কি এই ২০২০ সালে ২০ ডলার?’’