Advertisement
২০ এপ্রিল ২০২৪
Chile

Oarfish: ১৬ ফুটের দানবাকৃতির মাছ উঠল জালে!

মাছটি ধরা পড়েছে দক্ষিণ আমেরিকার চিলেতে। ডেইলি স্টার-এর প্রতিবেদন অনুযায়ী, এই মাছটি ‘ওরফিশ’।

বিশালাকৃতির সেই মাছ। ছবি সৌজন্য ইউটিউব।

বিশালাকৃতির সেই মাছ। ছবি সৌজন্য ইউটিউব।

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ১৬ জুলাই ২০২২ ১৮:৪৫
Share: Save:

কয়েক দিন আগেই ৩০০ কেজি ওজনের একটি মাছ ধরা পড়েছিল কম্বোডিয়ার মেকং নদীতে। এ বার ১৬ ফুটের দানবাকৃতির মাছ ধরা পড়ল। যা নিয়ে শোরগোল পড়ে গিয়েছে।

মাছটি ধরা পড়েছে দক্ষিণ আমেরিকার চিলেতে। ডেইলি স্টার-এর প্রতিবেদন অনুযায়ী, এই মাছটি ‘ওরফিশ’। ‘রোয়িং ফিশ’ নামেও পরিচিত এটি। এই মাছকে আবার ‘কিং অব হেরিংস’ও বলা হয়। এই মাছটি গভীর সমুদ্রে পাওয়া যায়। তবে অসুস্থ হলে জলের উপরিভাগে চলে আসে এরা।

চিলেতে এই মাছকে ‘অভিশপ্ত’ বলে বিশ্বাস করা হয়। সম্প্রতি এই দানবাকৃতির মাছটি ছবি ভাইরাল হয়েছে। সমুদ্রের পাড়ে ক্রেন দিয়ে দানবাকৃতির মাছ তোলার ছবিটি প্রকাশ্যে পরই কৌতূহল তুঙ্গে।

এক একটি ওরফিশের দৈর্ঘ্য ৩৬ ফুটও হয়। তবে এই মাছ খুব কম দেখা যায়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Chile Fish
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE