তিমি মাছকে প্রশিক্ষণ দিয়ে চর হিসাবে ব্যবহার করার অভিযোগ উঠেছিল রাশিয়ার বিরুদ্ধে। কিন্তু শুধু তিমি নয়, এমন অনেক প্রাণীই আছে যাদের প্রশিক্ষণ দিলে তারা মানুষের আজ্ঞাবহ হয়ে কাজ করতে পারে। সম্প্রতি সেরকমই একটি ঘটনার ভিডিয়ো ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়।
লর্ড ফ্লোকো নামের একটি টুইটার অ্যাকাউন্ট থেকে আপলোড করা হয়েছে সেই ভিডিয়ো। সেই ভিডিয়ো আপলোড করার পর এখনও অবধি প্রায় ২০ লক্ষ মানুষ দেখে ফেলেছেন সেটি।
সেই ভিডিয়োতে দেখা যাচ্ছে, একটি পাখিকে নিজের মতো করে প্রশিক্ষণ দিয়েছে এক বালিকা। বালিকার নির্দেশ মতো সব কাজ করে সেই পাখিটি। বালিকা পাখিটিকে এমনই প্রশিক্ষণ দিয়েছে। বালিকা কাউকে আঙুল নির্দেশ করে দেখিয়ে দিলেই তাঁর দিকে তেড়ে গিয়ে আক্রমণ করে পাখিটি। ভিডিয়োতে পাখিটি কোনও ব্যক্তিকে আক্রমণ না করলেও ক্যামেরার দিকে বালিকা হাত দেখাতেই সে দিকেই তেড়ে গেল পাখিটি।
দেখুন সেই ভিডিয়ো-
আরও পড়ুন: অস্ট্রেলিয়ার রাস্তায় মিলল তিন-চোখো সাপ