Advertisement
E-Paper

গুগলকে ২৪০ কোটি ইউরো জরিমানা করল ইইউ

নিজেদের শুধরে নেওয়ার জন্য গুগলকে ৩ মাসের সময়সীমা বেঁধে দিয়েছে ইইউ। তার মধ্যে গুগল এ ব্যাপারে নিজেকে না বদলাতে পারলে ‘অ্যালফ্যাবেট’কে দিনে তাদের গড় লেনদেনের ৫ শতাংশ জরিমানা দিতে হবে।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৭ জুন ২০১৭ ১৯:২১
গুগলকে জরিমানা। ছবি- রয়টার্স

গুগলকে জরিমানা। ছবি- রয়টার্স

গুগল সার্চ ইঞ্জিনে বিভিন্ন সংস্থার দেওয়া বিজ্ঞাপন কী ভাবে, কতটা গুরুত্ব দিয়ে দেখানো হবে, সে ব্যাপারে ‘নিয়মবহির্ভুত ভাবে’ গুগল তার প্রভাব খাটাচ্ছে বলে অভিযোগ করল ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। সেই অভিযোগে গুগলের পেরেন্ট অর্গানাইজেশন ‘অ্যালফ্যাবেট’কে ২৪০ কোটি টাকা জরিমানা করল ইইউ। নিজেদের শুধরে নেওয়ার জন্য গুগলকে ৩ মাসের সময়সীমা বেঁধে দিয়েছে ইইউ। তার মধ্যে গুগল এ ব্যাপারে নিজেকে না বদলাতে পারলে ‘অ্যালফ্যাবেট’কে দিনে তাদের গড় লেনদেনের ৫ শতাংশ জরিমানা দিতে হবে। কোনও একটি সংস্থার বিরুদ্ধে এই প্রথম এত বড় অঙ্কের জরিমানা করল ইইউ। এর আগে ২০০৯-এ মার্কিন চিপ প্রস্তুতকারক সংস্থা ‘ইনটেল’কে ১০৬ কোটি ইউরো জরিমানা করেছিল ইইউ।

আরও পড়ুন- নিজেই এঁকেছিলেন ডিজনিল্যান্ডের ম্যাপ! ওয়াল্ট ডিজনির সেই নকশার দাম শুনলে চমকে যাবেন

গুগল সার্চ ইঞ্জিনে যে বিজ্ঞাপন দেখানো হয়, সেখানে গুগল নিজের প্রভাব খাটাচ্ছে বলে অভিযোগ ওঠে। গুগল যে কাজ করেছে তাকে ইউরোপীয় ইউনিয়নের ‘বিশ্বাস বিরোধী আইন’ (অ্যান্টি ট্রাস্ট রুল) অনুযায়ী ‘বেআইনি’ মনে করে। এমনটাই জানিয়েছেন ইউরোপীয় ইউনিয়নের কম্পিটিশন কমিশনার মার্গারেট ভেস্টাগার। তিনি আরও জানান, অন্যান্য কোম্পানি তাদের দক্ষতা এবং অভিনব ভাবনা অনুযায়ী গুগলের বিজ্ঞাপনে লড়ার সুযোগ পায় না। অভিযোগ, গুগলের বিজ্ঞাপনের মাধ্যমে আরও নতুনত্ব, পছন্দ, বাজার দখলের যে সুবিধা রয়েছে, তা থেকে বঞ্চিত করা হচ্ছে ইউরোপীয় গ্রাহকদের।

ইউরোপীয় ইউনিয়নের এই সিদ্ধান্তকে মাপকাঠি ধরে গুগলের ম্যাপ, ফ্লাইট রেটের মতো অন্যান্য পরিষেবার ওপর নজরদারি চালাতে সুবিধা হবে বলে মনে করছেন ভেস্টাগার।

Google European Union গুগল
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy