গাজ়ার উদ্দেশে পাড়ি দেওয়া ত্রাণের নৌকা ম্যাডলিনের সওয়ারি সুইডিশ সমাজকর্মী গ্রেটা থুনবার্গকে ইতিমধ্যেই ফেরত পাঠিয়েছে ইজ়রায়েল। তেল আভিভ থেকে বিমানে প্যারিস হয়ে গতকালই সুইডেনে পৌঁছেছেন গ্রেটা। দেশে ফিরে ইজ়রায়েলে আটকে থাকা সঙ্গী সমাজকর্মীদের মুক্তি নিয়ে সরব হয়েছেন তিনি। কিন্তু কেন ফিরে এলেন তিনি?
সংবাদমাধ্যমে গ্রেটা জানিয়েছেন, এর থেকে বেশি সময়ে ইজ়রায়েলের জেলে আটকে থাকার মানে হয় না। ইজ়রায়েলে আটক থাকার সময়টুকু খুবই অস্থির ও গোলমেলে ছিল বলে গ্রেটা জানিয়েছেন। পাশাপাশি, গাজ়ার মানুষের পাশে থাকার জন্য সমস্ত দেশের সরকারের কাছে আবেদন জানিয়েছেন তিনি।
গ্রেটা বলেছেন, গাজ়ার মানুষ যে দুর্ভোগে রয়েছেন, তার তুলনায় তাঁদের কষ্ট তেমন কিছুই নয়। গ্রেটার কথায়, ‘‘আমরা সকলেই এই অভিযানের ঝুঁকি জানতাম। উদ্দেশ্য ছিল, গাজ়ায় পৌঁছে ত্রাণ বিলি করা। সেখানের মানুষের কথা সকলকে জানানো।’’
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)