আমেরিকায় ফের বন্দুকবাজের হামলা। রবিবার ভোররাতের এই ঘটনায় নিহত হয়েছেন ১ জন। আহত কমপক্ষে ২৬ জন। আহতরা স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন।
একটি জন্মদিনের অনুষ্ঠান চলছিল ওহায়ো প্রদেশের আক্রনের কেলি অ্যাভিনিউ এলাকায়। হঠাৎই ছন্দপতন। কিছু বুঝে ওঠার আগেই অনুষ্ঠানে আগত অতিথিদের ওপর চলল বন্দুকবাজের হামলা। ওহায়ো পুলিশ আততায়ীর খোঁজ শুরু করেছে।
পুলিশ ঘটনাস্থলের কাছেই থাকা একটি সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখেছে। পুলিশ সূত্রে খবর, ঘটনার সময়ের ফুটেজে বেশ কয়েক বার বন্দুকের শব্দ শোনা গিয়েছে।
সেখানকার প্রশাসন নিরাপত্তার কারণে স্থানীয়দের ঘটনাস্থল থেকে দূরে থাকার নির্দেশ দিয়েছে। প্রত্যক্ষদর্শীরা দাবি করেছেন, কেলি অ্যাভিনিউতে গুলি চালানোর শব্দ তাঁদের কানেও পৌঁছেছিল। তাঁরা এও জানান, কয়েক মিনিটের মধ্যেই অনুষ্ঠানে আসা বাকি অতিথিদের মধ্যে ঘটনাস্থল ছেড়ে পালানোর জন্য হুড়োহুড়ি পড়ে যায়।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)