Advertisement
২৭ এপ্রিল ২০২৪

জার্মানির সিনেমা হলে বন্দুকবাজের হামলা, আহত কমপক্ষে ২৫

জার্মানির একটি সিনেমা হলে হামলা চালাল এক বন্দুকবাজ। এই হামলার ঘটনায় অন্তত ২৫ জন গুরুতর আহত হয়েছে। ফ্রাঙ্কফুট শহরের কাছে ভেরহেমের কিনোপোলিস সিনেমা হলে ওই হামলা চালানো হয়।

ছবি: গেটি ইমেজেস।

ছবি: গেটি ইমেজেস।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ২৪ জুন ২০১৬ ০৫:১০
Share: Save:

জার্মানির একটি সিনেমা হলে হামলা চালাল এক বন্দুকবাজ। এই হামলার ঘটনায় অন্তত ২৫ জন গুরুতর আহত হয়েছে। ফ্রাঙ্কফুট শহরের কাছে ভিয়ের্নহেম-এ কিনোপোলিস সিনেমা হলে ওই হামলা চালানো হয়। বৃহস্পতিবার স্থানীয় সময় বিকেল ৩ টে নাগাদ ঘটনা ঘটে। ঘটনার সময় ওই হলে প্রায় ২ হাজার দর্শক ছিলেন। পরে পুলিশের গুলিতে ওই বন্দুকবাজের মৃত্যু হয়।

পুলিশ সূত্রে খবর, মুখোশ পরা ওই বন্দুকবাজ শরীরে কার্তুজের বেল্ট বেঁধে শূন্যে গুলি ছুড়তে ছুড়তে সে স্থানীয় সময় বিকেল তিনটে নাগাদ হানা দেয়। ছুড়তে থাকে কাঁদানে গ্যাসও। কাঁদানে গ্যাসে জখমও হন প্রায় ৫০ জন। সে মানসিক ভাবে সুস্থ ছিল না বলেই পুলিশের অনুমান। পুলিশ সিনেমা হলটি ঘিরে রাখে। গোটা এলাকা বন্ধ করে দেওয়া হয়। পরে ওই বন্দুকবাজকে গুলি করে পুলিশ। এক পুলিশ কর্তা জানিয়েছেন, বন্দুকবাজ এক না একাধিক তা স্পষ্ট নয়। এর আগে গত ১১ জুন রাতে ফ্লোরিডায় সমকামীদের একটি নৈশক্লাবে এক বন্দুকবাজের হামলায় ৪৯ জন নিহত এবং প্রায় দেড়শো জন আহত হয়েছিলেন। বছর চারেক আগে আমেরিকার কলোরাডোয় একটি সিনেমা হলে এমনই হানায় ১২ জন মারা যান।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

cinema hall German gunman attack
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE