পাকিস্তানের পর এ বার ইরানে হামলা চালানোর অভিযোগ উঠল বালোচ বিদ্রোহীদের বিরুদ্ধে। শুক্রবার দক্ষিণ-পূর্বাঞ্চলের পাকিস্তান সীমান্ত লাগোয়া সিস্তান-বালোচিস্তান প্রদেশের ইরানশাহ শহরে অজ্ঞাতপরিচয় বন্দুকবাজদের হামলায় অন্তত পাঁচ জন নিহত হয়েছেন। গুলিবিদ্ধ হয়েছেন আরও কয়েক জন। হতাহতদের মধ্যে কয়েক জন পুলিশকর্মীও রয়েছেন।
ইরানের সরকারি সংবাদমাধ্যম জানাচ্ছে, পুলিশের একটি টহলদারি গাড়ি লক্ষ্য করে স্বয়ংক্রিয় অস্ত্র থেকে গুলিবর্ষণ করা হয়। হামলাকারীদের কাউকে ধরা সম্ভব হয়নি। তেহরানের অভিযোগ, স্বাধীনতাপন্থী বালোচ বিদ্রোহীরাই ওই হামলা চালিয়েছে। ঘটনাচক্রে, পাকিস্তানের বালোচিস্তান সীমান্ত লাগোয়া ইরানের প্রদেশ সিস্তান-বালোচিস্তানেও সক্রিয় সে দেশের স্বাধীনতাপন্থী কয়েকটি সশস্ত্র গোষ্ঠী। শুক্রবারের হামলার নেপথ্যে জইশ আল-আদল থাকতে পারে বলে প্রাথমিক ভাবে পুলিশের সন্দেহ। গত রবিবার ইরান সেনার সঙ্গে সংঘর্ষে ওই গোষ্ঠী ছ’জন জঙ্গি নিহত হয়েছিলেন।
আরও পড়ুন:
দীর্ঘ কয়েক দশক ধরেই শিয়া রাষ্ট্র ইরান থেকে বিচ্ছিন্ন হওয়ার জন্য লড়াই চালাচ্ছে জ়ুনদুল্লা, আনসার আল-ফুরকান, জইশ আল-আদলের মতো কয়েকটি সুন্নি বালোচ সংগঠন। ইরান ফৌজের সঙ্গে অতীতে তাদের রক্তক্ষয়ী সংঘর্ষও হয়েছে কয়েক বার। কয়েক মাস আগে পাকিস্তানের স্বাধীনতাপন্থী বিদ্রোহী বালোচদের সংগঠন বালোচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ) দুই সশস্ত্র বালোচ গোষ্ঠী, বালোচিস্তান লিবারেশন ফ্রন্ট (বিএলএফ) ও বালোচ রিপাবলিকান গার্ডস (বিআরজি) এবং সিন্ধুপ্রদেশে সক্রিয় বিদ্রোহী সংগঠন ‘সিন্ধুদেশ রেভলিউশনারি আর্মি’র (এসআরএ) সঙ্গে হাত মিলিয়ে নতুন যৌথমঞ্চ গড়েছে। তাৎপর্যপূর্ণ ভাবে তার পর থেকে সক্রিয়তা বেড়েছে ইরানের বালোচ বিদ্রোহীদেরও।