Advertisement
E-Paper

ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে মদত মানলেন কিম, নিহত উত্তর কোরিয়ার সেনাদের প্রতি শ্রদ্ধাও জানালেন

সীমান্তবর্তী কুর্স্ক অঞ্চলে ইউক্রেন সেনার প্রতিআক্রমণ ঠেকাতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বাহিনী উত্তর কোরিয়ার সেনাদের সাহায্য নিচ্ছে বলে গত বছর থেকেই ধারাবাহিক ভাবে অভিযোগ করেছে ইউক্রেন।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২২ অগস্ট ২০২৫ ২০:৫৭
Kim Jong-un, dictator of North Korea publicly Honors its soldiers who fought in Russia-Ukraine War

কিম জং উন। ছবি: রয়টার্স।

ইউক্রেন সরকারের তরফে অভিযোগ করা হয়েছে অনেক বারই। এই প্রথম বার আনুষ্ঠানিক ভাবে তা স্বীকার করে নিল উত্তর কোরিয়ার কমিউনিস্ট একনায়ক কিম জং উনের সরকার। মিত্র দেশ রাশিয়ার পক্ষ নিয়ে ইউক্রেনের বিরুদ্ধে লড়তে গিয়ে নিহত উত্তর কোরিয়ার সেনাদের প্রতি প্রকাশ্যে শ্রদ্ধার্ঘ নিবেদন করলেন তিনি।

ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার যুদ্ধে নিহত ১০১ জন উত্তর কোরিয়ান সৈন্যের ছবির সামনে হাঁটু গেড়ে বসে শুক্রবার কিম শ্রদ্ধা নিবেদন করেন। সে দেশের সরকারি সংবাদমাধ্যম ‘সেন্ট্রাল নিউজ এজেন্সি’ সেই ছবি প্রকাশ করে জানিয়েছে, নিহত সেনাদের শোকহত আত্মীয়দের আলিঙ্গন করেন সহমর্মিতা প্রকাশ করেছেন তাদের রাষ্ট্রনেতা। একদলীয় উত্তর কোরিয়ার ক্ষমতাসীন ওয়ার্কার্স পার্টির সদর দফতরে আয়োজিত ওই কর্মসূচিতে নিহত সেনানীদের ‘শহিদ’ ঘোষণা করে কিম বলেন, ‘‘আমাদের দেশেও ওই তরুণদের অমূল্য প্রাণ রক্ষা করতে না পারার জন্য আমার অনুশোচনা হচ্ছে, আমি ক্ষমাপ্রার্থী।’’

প্রসঙ্গত, কয়েক মাস আগে দক্ষিণ কোরিয়ার একটি গোয়েন্দা রিপোর্টে দাবি করা হয়েছিল, ভ্লাদিমির পুতিনের ডাকে সাড়া দিয়ে ইউক্রেনের বিরুদ্ধে লড়তে দু’দফায় মোট মোট ১৮ হাজার সৈন্য পাঠিয়েছেন কিম। রিপোর্টে দাবি করা হয়েছিল, ওই সেনাদের একনায়ক কিম নির্দেশ দিয়েছেন, প্রাণ দিয়ে দিলেও শত্রুপক্ষের হাতে ধরা পড়লে চলবে না। যে করেই হোক, বন্দিদশা এড়াতে হবে। ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে গত এপ্রিল পর্যন্ত ৬০০-ও বেশি উত্তর কোরীয় সেনার মৃত্যু হয়েছে বলে দাবি করা হয়েছিল ওই রিপোর্টে। সে সময় সোলের ওই দাবি সম্পর্কে কোনও প্রতিক্রিয়া জানায়নি পিয়ং ইয়ং। শুক্রবার কিম বলেছেন, ‘‘রাশিয়া ন্যায়ের যুদ্ধ লড়ছে। তাই আমরা তাদের পাশে দাঁড়িয়েছি।’’

Russia Ukraine War Kim Jong-un Russia-Ukraine War North Korea
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy