ইজ়রায়েলি ফৌজের ধারাবাহিক হামলার মধ্যেই গাজ়ায় যুদ্ধবিরতি নিয়ে ইতিবাচক বার্তা দিল স্বাধীনতাপন্থী প্যালেস্টাইনি সশস্ত্র সংগঠন হামাস। সংগঠনের নেতা তাহের আল-নোনো সংবাদ সংস্থা রয়টার্সকে শনিবার বলেছেন, ‘‘গাজ়ায় যুদ্ধবিরতি নিয়ে কাতারের রাজধানী দোহায় নতুন করে আলোচনা শুরু হয়েছে।’’
তাহের জানান, গাজ়ায় রক্তস্রোত বন্ধ করতে হামাস সর্বতো ভাবে মধ্যস্থতাকারীদের সহায়তা করবে। যদিও গাজ়ায় ইজ়রায়েল সেনার হানাদারিত ছেদ পড়েনি এতটুকুও। ফলে শেষ পর্যন্ত তেল আভিব যুদ্ধবিরতিতে সম্মত হবে কি না, তা নিয়ে সন্দেহ রয়েছে যথেষ্টই। ইজ়রায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সরকার জানিয়েছে, গাজ়ায় হামাসকে নির্মূল করা এবং পণবন্দিদের উদ্ধারের জন্য গাজ়ায় নতুন করে অভিযান শুরু হয়েছে।
আরও পড়ুন:
প্রসঙ্গত, কাতারের মধ্যস্থতায় এবং আমেরিকা ও মিশরের প্রচেষ্টায় গত ১৫ জানুয়ারি রাতে যুদ্ধবিরতিতে রাজি হয় ইজ়রায়েল সরকার এবং হামাস। ১৯ জানুয়ারি থেকে তা কার্যকর হয়েছিল। কিন্তু মার্চের গোড়ায় একতরফা ভাবে যুদ্ধবিরতি ভেঙে গাজ়ায় আবার হামলা শুরু করেছে ইজরায়েলি সেনা। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অনেক দিন ধরেই পশ্চিম এশিয়ার এই সংঘাত থামানোর চেষ্টা করছেন। চলতি সপ্তাহে পশ্চিম এশিয়া সফরে গিয়ে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরশাহি, কাতারে গেলেও তাৎপর্যপূর্ণ ভাবে ইজ়রায়েলে যাননি ট্রাম্প। শুক্রবার তিন দিনের পশ্চিম এশিয়া সফর শেষে তিনি আমেরিকা ফিরে যাওয়ার পরে নতুন করে যুদ্ধবিরতি নিয়ে তৎপরতা শুরু হয়েছে কাতারে।