Advertisement
২৪ এপ্রিল ২০২৪

১২ জনকে ধরাশায়ী করে রাতারাতি হিরো আইরিশ বক্সার!

ঘুষির পর ঘুষি। রাস্তার ওপরেই ১২ জন লোককে ধরাশায়ী করে ফেললেন এক ব্যক্তি। পথচলতি সাধারণ মানুষ তো হতবাক। কোনও সিনেমার শুটিং চলছে নাকি? হলিউডি ফিল্মে যে ভাবে এক সঙ্গে ভিলেনদের শায়েস্তা করেন নায়ক— এও তো অনেকটা তাই।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ০৭ সেপ্টেম্বর ২০১৫ ১৯:২৩
Share: Save:

ঘুষির পর ঘুষি। রাস্তার ওপরেই ১২ জন লোককে ধরাশায়ী করে ফেললেন এক ব্যক্তি। পথচলতি সাধারণ মানুষ তো হতবাক। কোনও সিনেমার শুটিং চলছে নাকি? হলিউডি ফিল্মে যে ভাবে এক সঙ্গে ভিলেনদের শায়েস্তা করেন নায়ক— এও তো অনেকটা তাই। কিন্তু ভুল ভাঙল কিছুক্ষণের মধ্যেই। না! কোনও ফিল্মি শুটিং নয়। বাস্তবেই ১২ জন ব্যক্তিকে ধরাশায়ী করেছেন মহম্মদ ফাদেল ডব্বাস। পেশায় তিনি আইরিশ বক্সার। আর এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই ‘অনলাইন সেলিব্রিটি’ হয়ে গিয়েছেন মহম্মদ। কিন্তু কেন এমন মারমুখী হলেন তিনি?

তুরস্কে নিতান্তই বেড়াতে গিয়েছিলেন মহম্মদ। ঘুরতে ঘুরতে সেখানকার একটি দোকানে যান তিনি। দোকানের মধ্যে একটি ফ্রিজে তাঁর ধাক্কা লেগে কয়েকটি বোতল পড়ে যায়। আর তাতেই মহম্মদের দিকে তেড়ে যান দোকানদার। প্রায় সঙ্গে সঙ্গেই নিজের দোষ স্বীকার করে নেন তিনি। কিন্তু ওই দোকানদার রড দিয়ে মহম্মদের পিঠে আঘাত করেন। গণ্ডগোলের জেরে হাজির হয়ে যান অন্যান্য দোকানিরাও। তাঁরাও মহম্মদকে মারতে উদ্যত হলে রেগে যান তিনি। বক্সিংয়ের কায়দায় মারতে শুরু করেন তাঁদের। সে ভিডিওই ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। এমনকী এই ঘটনার পর রাতারাতি ‘আইরিশ বক্সার’ নামে একটি ভিডিও গেমও চালু হয়ে গিয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE