Advertisement
০৪ মে ২০২৪

ভারতীয়-সহ জাহাজ ছিনতাইয়ের আশঙ্কা

ভারতীয় নাবিক-সহ মালয়েশিয়ার একটি জাহাজ জলদস্যুদের কবলে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। দক্ষিণ চিন সাগরে এই ঘটনা ঘটেছে বলে ধারণা মালয়েশিয়া সরকারের।

সংবাদ সংস্থা
কুয়ালা লামপুর শেষ আপডেট: ১১ সেপ্টেম্বর ২০১৫ ০২:৪৮
Share: Save:

ভারতীয় নাবিক-সহ মালয়েশিয়ার একটি জাহাজ জলদস্যুদের কবলে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। দক্ষিণ চিন সাগরে এই ঘটনা ঘটেছে বলে ধারণা মালয়েশিয়া সরকারের।

মালয়েশিয়া সরকার জানিয়েছে, ‘‘এম ভি সাহ লিয়ান’’ নামে ওই মালবাহী জাহাজটি মালয়েশিয়ার কুচিং থেকে লিমবাংয়ে যাচ্ছিল। গত কাল বিকেলে নির্দিষ্ট গতিপথ থেকে অনেক দূরে ওই জাহাজটিকে দেখতে পায় অন্য একটি জাহাজ। তারাই ‘‘সাহ লিয়ান’’-এর মালিক সংস্থাকে খবর দেয়। মালয়েশিয়া সরকারের তরফে তল্লাশি শুরু হয়েছে। ‘‘সাহ লিয়ান’’-এর কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন অন্য জাহাজটির নাবিকেরা।

ভারতীয় নাগরিক-সহ ‘‘সাহ লিয়ান’’-এ ১৪ জন নাবিক রয়েছেন। মালয়েশীয় উপকূলরক্ষী বাহিনীর মতে, জলদস্যুরা ওই জাহাজটিকে ছিনতাই করে ইন্দোনেশিয়ার নাটুনা দ্বীপের কাছে নিয়ে গিয়ে থাকতে পারে।

দক্ষিণ চিন সাগরে জলদস্যুদের উপদ্রব নতুন নয়। জুন মাসে মালয়েশিয়ারই একটি তেলবাহী জাহাজ ছিনতাই করে তারা। পরে ভিয়েতনামের একটি দ্বীপে আট জলদস্যু গ্রেফতার হয়। তারা ছিনতাই হওয়া জাহাজটি থেকে লাইফবোটে পালিয়ে ওই দ্বীপে গিয়েছিল।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Hijack Malaysian Indian crew
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE