‘বন্ধু’র জন্মদিন পালন করছেন এক যুবক। কোনও জাঁকজমক নেই, আলোর রোশনাই নেই, হ্যাপি বার্থ ডে….. সুর তুলে হাততালি দেওয়ার কোনও লোক নেই চারপাশে। এই ফ্রেমে রয়েছেন শুধু ওই যুবক, আর তাঁর দুই বন্ধু— রাস্তার দু’টি কুকুর। তাদেরই জন্মদিন পালনে ব্যস্ত ওই যুবক। একটা কেক এনেছিলেন। মোমবাতি এবং তাঁর সঙ্গী দু’টি কুকুরের জন্য বার্থডে টুপি।
রাস্তার নিয়নের আলো এসে পড়েছে সিঁড়ির উপর। সেই সিঁড়িতে কেক রাখলেন যুবক। মোমবাতি জ্বালালেন। তার পর ঠিক যে ভাবে জন্মদিনের রীতিনীতি পালন করা হয় সে ভাবেই উদ্যাপন করলেন। দুই সঙ্গীকে কেক কেটে দিলেন। নিজে খেলেন। ‘দুই বন্ধু’কে কেক খাইয়ে দিতেও দেখা গেল তাঁকে।