কোম্পানি সেক্রেটারি (সিএস) হওয়ার দু’টি ধাপ এগ্জ়িকিউটিভ এবং প্রফেশনাল কোর্সের পরীক্ষার সূচি ঘোষণা করল দি ইনস্টিটিউট অফ কোম্পানি সেক্রেটারিজ় অফ ইন্ডিয়া (আইসিএসআই)। আগামী বছরের জুন মাসে এই দু’টি কোর্সের পরীক্ষা কবে আয়োজন করা হবে। সেই পরীক্ষার পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করল আইসিএসআই।
আগামী বছর জুন মাসে সিএস এগ্জ়িকিউটিভ পরীক্ষা চলবে ১ থেকে ৭ জুন পর্যন্ত। প্রতিদিন সকাল ৯টা থেকে দুপুর ১২টা ১৫ মিনিট পর্যন্ত পরীক্ষা নেওয়া হবে। পরীক্ষার্থীদের অতিরিক্ত ১৫ মিনিট সময় দেওয়া হবে প্রশ্নপত্র দেখার জন্য।
পরীক্ষা সূচি—
১ জুন— জুরিসপ্রুডেন্স, ইন্টারপ্রিটেশন অ্যান্ড জেনারেল ল,
২ জুন—ক্যাপিটাল মার্কেট অ্যান্ড সিকিউরিটিস ল’স,
৩ জুন— কোম্পানি ল অ্যান্ড প্র্যাকটিস,
৪ জুন—ইকোনমিক, কমার্শিয়াল, ইন্টেলেকচুয়াল প্রপার্টি ল’স,
৫ জুন—সেটিং আপ অফ বিজনেস, ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড লেবার ল’স
৬ জুন—ট্যাক্স ল’স অ্যান্ড প্র্যাকটিস
৭ জুন— কর্পোরেট অ্যাকাউটিং অ্যান্ড ফিন্যানশিয়াল ম্যানেজেমেন্ট।
সিএস হওয়ার চূড়ান্ত ধাপ প্রফেশনাল কোর্সের পরীক্ষাও চলবে ১ থেকে ৭ জুন পর্যন্ত।
আরও পড়ুন:
-
মানবজাতির বিবর্তনের ইতিহাস লেখা নৃতত্ত্ববিদ্যায়, উচ্চশিক্ষা বা চাকরির সুযোগ কোথায় কেমন?
-
ইউজিসি নেট-এর অ্যাডমিট কার্ড প্রকাশিত, কোন ওয়েবসাইট থেকে কী ভাবে সংগ্রহ করবেন?
-
ডিআরডিও-র অর্থপুষ্ট প্রকল্পে কাজ হচ্ছে আইআইটি খড়্গপুরে, চলছে গবেষকের খোঁজ
-
মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ে প্রশাসনিক পদে কর্মী প্রয়োজন, মাসিক বেতন কত হতে পারে?
পরীক্ষা সূচি—
১ জুন— এনভায়রনমেন্টাল, সোশ্যাল অ্যান্ড গভর্ন্যান্স —প্রিন্সপিলস অ্যান্ড প্র্যাকটিস
২ জুন— স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট অ্যান্ড কর্পোরেট ফিন্যান্স
৩ জুন— ড্রাফটিং, প্লিডিং অ্যান্ড অ্যাপিয়ারেন্স
৪ জুন— কর্পোরেট রিস্ট্রাকচারিং, ভ্যালুয়েশন অ্যান্ড ইনসলভেন্সি
৫ জুন— কমপ্লায়েন্স ম্যানেজমেন্ট, অডিট অ্যান্ড ডিউ ডিলিজিয়েন্স
৬ জুন— ইলেক্টিভ ২
৭ জুন— ইলেক্টিভ ১
পরীক্ষার্থীরা ইলেক্টিভ বা ঐচ্ছিক বিষয় হিসাবে বেছে নিতে পারেন আরবিট্রেশন, গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স (জিএসটি) অ্যান্ড কর্পোরেট ট্যাক্স প্ল্যানিং, লেবার ল’স, ব্যাঙ্কিং অ্যান্ড ইনশিয়োরেন্স, ইনসলভেন্সি অ্যান্ড ব্যাঙ্করাপসি, কর্পোরেট সোশ্যাল রেস্পন্সিবিলিটি, ইন্টারনাল অডিট-সহ অন্য বিষয়।
আরও পড়ুন:
-
জেইই অ্যাডভান্সড ২০২৬-এর রেজিস্ট্রেশন শুরু কবে? সময়সূচি প্রকাশ করল আইআইটি রুরকি
-
পড়ুয়া এবং কর্মরতেরাও করতে পারবেন এমবিএ! ভর্তির সুযোগ দেবে সেন্ট জেভিয়ার্স বিশ্ববিদ্যালয়
-
কর্মী খুঁজছে মহাত্মা গান্ধী কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়, কর্মস্থল হবে পশ্চিমবঙ্গ-সহ অন্য রাজ্যে
-
অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার প্রয়োজন রাইটস লিমিটেড-এ, কোন বিভাগে কাজের জন্য আবেদন করা যাবে?