উচ্চপদে কর্মী নিয়োগ করবে রেল মন্ত্রক অধীনস্থ সংস্থা রাইটস লিমিটেড। জানানো হয়েছে, সংস্থার হিউম্যান রিসোর্স বিভাগে কাজের সুযোগ মিলবে। নিযুক্তদের দেশের যে কোনও অঞ্চলে কাজে বহাল করা হতে পারে।
সংস্থায় নিয়োগ করা হবে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (এইচআর) পদে। শূন্যপদ চারটি। নিযুক্তদের প্রথম এক বছর ‘প্রোবেশন’-এ রাখা হবে। তাঁদের বেতন কাঠামো হবে মাসে ৪০,০০০ থেকে ১,৪০,০০০ টাকা।
আরও পড়ুন:
সংশ্লিষ্ট পদে আবেদন জানানোর জন্য বয়সের ঊর্ধ্বসীমা স্থির করা হয়েছে ৩২ বছর। সংরক্ষিতদের জন্য রয়েছে ছাড়। পাশাপাশি, তাঁদের এইচআর, পার্সোনেল ম্যানেজমেন্ট, ইন্ডাস্ট্রিয়াল রিলেশন্স, লেবার ওয়েলফেয়ার এমবিএ, পিজিডিবিএ, পিজিডিবিএম, পিজিডিএম, পিজিডিএইচআরএম ডিগ্রি থাকতে হবে। পাশাপাশি, দু’বছরের পেশাগত অভিজ্ঞতা থাকতে হবে। বিজ্ঞপ্তিতে মূল বিশদ জানানো হয়েছে।
চাকরিপ্রার্থীদের এ জন্য সংস্থার ওয়েবসাইটে গিয়ে সমস্ত নথি জমা দিতে হবে। সংরক্ষিতদের জন্য ৩০০ টাকা এবং অসংরক্ষিতদের ৬০০ টাকা আবেদনমূল্য ধার্য হয়েছে। আগামী ২৭ জানুয়ারি আবেদনের শেষ দিন। এর পর লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে সংশ্লিষ্ট পদে নিয়োগ হবে। আগামী ২২ ফেব্রুয়ারি লিখিত পরীক্ষার আয়োজন করা হবে কলকাতা-সহ অন্য শহরে। ইন্টারভিউয়ের দিন এখনও জানানো হয়নি।
আরও পড়ুন:
-
মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ে প্রশাসনিক পদে কর্মী প্রয়োজন, মাসিক বেতন কত হতে পারে?
-
জেইই অ্যাডভান্সড ২০২৬-এর রেজিস্ট্রেশন শুরু কবে? সময়সূচি প্রকাশ করল আইআইটি রুরকি
-
পড়ুয়া এবং কর্মরতেরাও করতে পারবেন এমবিএ! ভর্তির সুযোগ দেবে সেন্ট জেভিয়ার্স বিশ্ববিদ্যালয়
-
কর্মী খুঁজছে মহাত্মা গান্ধী কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়, কর্মস্থল হবে পশ্চিমবঙ্গ-সহ অন্য রাজ্যে