বিহারের মহাত্মা গান্ধী কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে কর্মখালি। নিয়োগ বিজ্ঞপ্তি জারি করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে। প্রকল্পের জন্য অর্থ জোগান দেবে কেন্দ্রীয় সংস্থা। আগ্রহীদের এ জন্য অনলাইনে আবেদন জানাতে হবে।
পূর্ব ভারতে আদিবাসীদের উন্নয়নে সরকারি নীতি প্রণয়নের ক্ষেত্রে সংবাদমাধ্যমের ভূমিকা কী? তা নিয়ে গবেষণাধর্মী কাজ হবে বিশ্ববিদ্যালয়ে। বিশ্ববিদ্যালয়ের মিডিয়া স্টাডিজ় বিভাগের এই প্রকল্পের জন্য অর্থ জোগান দেবে কেন্দ্রীয় সংস্থা ইন্ডিয়ান কাউন্সিল অফ সোশ্যাল সায়েন্স রিসার্চ (আইসিএসএসআর)।
আরও পড়ুন:
প্রকল্পের জন্য চারজন ফিল্ড ইনভেস্টিগেটর নিয়োগ করা হবে। নিযুক্তদের পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড এবং ওড়িশাতে কাজ করতে হবে, মেয়াদ থাকবে সর্বাধিক তিন মাস। পারিশ্রমিক হবে মাসে ২০,০০০ টাকা।
আবেদনকারীদের সমাজবিজ্ঞানের যে কোনও শাখায় ন্যূনতম ৫৫ শতাংশ নম্বর নিয়ে উত্তীর্ণ হতে হবে।
আগ্রহীরা বিজ্ঞপ্তিতে উল্লিখিত ই-মেল আইডিতে তাঁদের আবেদনপত্র পাঠিয়ে আবেদন করতে পারবেন। আগামী ৫ জানুয়ারি আবেদনের শেষ দিন। এর পর ৭ জানুয়ারি অনলাইন এবং অফলাইনে নিয়োগের ইন্টারভিউয়ের আয়োজন করা হবে।