চলতি মাসের শুরুতেই ঘোষণা করা হয়েছিল ২০২৬ জয়েন্ট এন্ট্রান্স এগ্জ়ামিনেশন (জেইই) অ্যাডভান্সড-এর দিন। বছর শেষের আগেই পরীক্ষার জন্য নাম নথিভুক্তিকরণের সূচি ঘোষণা করল ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (আইআইটি) রুরকি। জানানো হল, পরীক্ষার অ্যাডমিট কার্ড প্রকাশের দিনও।
আগামী ১৭ মে ২০২৬ দেশ জুড়ে জেইই অ্যাডভান্সড-এর আয়োজন করা হবে। পরীক্ষা আয়োজনের দায়িত্বে আইআইটি রুরকি। আগামী বছর জেইই মেন-এ উত্তীর্ণ প্রায় আড়াই লক্ষের বেশি পরীক্ষার্থী জেইই অ্যাডভান্সড-এ বসতে পারবেন। এর পর তাঁরা জেইই অ্যাডভান্সড-এর জন্য নাম নথিভুক্ত করতে পারবেন ২৩ এপ্রিল থেকে ২ মে মধ্যরাত পর্যন্ত। প্রবাসী এবং ভারতীয় বংশোদ্ভুত পরীক্ষার্থীরা আবেদন জানাতে পারবেন ৬ এপ্রিল থেকে ২ মে-র মধ্যে। দেরিতে আবেদনমূল্য জমা দিলে তার জন্য নির্ধারিত দিন ৪ মে। এর পর পরীক্ষার অ্যাডমিট কার্ড প্রকাশ করা হবে ১১ থেকে ১৭ মে-র মধ্যে।
আরও পড়ুন:
জেইই অ্যাডভান্সড নেওয়া হবে সিবিটি (কম্পিউটার বেসড টেস্ট)-এর মাধ্যমে। প্রশ্নপত্র তৈরি করা হবে ইংরেজি এবং হিন্দি— দু’টি ভাষায়। আগামী বছর জেইই মেন-এ উত্তীর্ণ প্রায় আড়াই লক্ষের বেশি পরীক্ষার্থী জেইই অ্যাডভান্সড দিতে পারবেন।
পদার্থবিদ্যা, রসায়ন এবং গণিত বিষয়ের উপর দু’টি পত্রের উপর পরীক্ষা নেওয়া হবে। পরীক্ষা হবে দুই অর্ধে। প্রথমার্ধের পরীক্ষা চলবে সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত। দ্বিতীয়ার্ধের পরীক্ষা হবে দুপুর আড়াইটে থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত। পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য দু’টি পত্রেই পাশ করতে হবে পরীক্ষার্থীদের।
উল্লেখ্য, জয়েন্ট অ্যাডমিশন বোর্ড (জ্যাব)-এর তত্ত্বাবধানে দেশের সাতটি আঞ্চলিক আইআইটির মধ্যে যে কোনও একটি প্রতি বছর জেইই অ্যাডভান্সড-এর আয়োজন করে। এটি দেশের বিভিন্ন আইআইটি এবং নামী ইঞ্জিনিয়ারিং কলেজে বিটেক কোর্সে ভর্তির জন্য জাতীয় স্তরের যোগ্যতা নির্ণায়ক পরীক্ষা।