‘অপারেশন সিঁদুর ২.০’ ২০২৬ সালেই হওয়ার সম্ভাবনা রয়েছে। এমনটাই পূর্বাভাস মার্কিন বিদেশনীতি সংক্রান্ত পর্যবেক্ষণকারী সংস্থা (থিঙ্ক ট্যাঙ্ক) ‘কাউন্সিল অন ফরেন রিলেশনস’ (সিএফআর)-এর। তাদের সাম্প্রতিক রিপোর্ট জানাচ্ছে, কাশ্মীরে সন্ত্রাসবাদী হামলার কারণে ২০২৬ সালের আবার সংঘর্ষ হতে পারে ভারত এবং পাকিস্তানি সেনার!
‘কনফ্লিক্টস টু ওয়াচ ইন ২০২৬’ (২০২৬ সালে সংঘাতের উপর নজর) শীর্ষক ওই রিপোর্ট জানাচ্ছে, কাশ্মীরে সন্ত্রাসবাদী হামলার জেরে দক্ষিণ এশিয়ার দুই পরমাণু শক্তিধর রাষ্ট্রের সংঘাতে জড়িয়ে পড়ার ‘মাঝারি সম্ভাবনা’ রয়েছে। প্রসঙ্গত, অপারেশন সিঁদুর শেষ হয়নি বলে অতীতে একাধিক বার জানিয়েছে ভারত। গত মাসে লালকেল্লার অদূরে গাড়িবোমা বিস্ফোরণের পরে অপারেশন সিঁদুর-২ এর হুঁশিয়ারি দিয়েছিলেন সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী। তিনি বলেন, ‘‘অপারেশন সিঁদুর-১ থেকে প্রাপ্ত শিক্ষা আমাদের শক্তিশালী করেছে। যে অভিজ্ঞতা অপারেশন সিঁদুর-২-তে ব্যবহার করবে সেনা।’’ এই পরিস্থিতিতে সামনে এল শীর্ষস্থানীয় মার্কিন সামরিক ও বিদেশনীতি বিশেষজ্ঞদের নিয়ে গঠিত সিএফআর-এর রিপোর্ট।
আরও পড়ুন:
প্রসঙ্গত, গত ২২ এপ্রিল কাশ্মীরের ‘মিনি সুইৎজ়ারল্যান্ড’ হিসাবে পরিচিত পহেলগাঁওয়ের বৈসরন উপত্যকায় সন্ত্রাসবাদী হামলায় নিহত হয়েছিলেন ২৬ জন। সেই হত্যালীলার প্রত্যাঘাত ছিল ভারতীয় সশস্ত্র বাহিনীর ‘অপারেশন সিঁদুর’। ৬ মে রাত ১টা থেকে দেড়টার মধ্যে পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরের ন’টি জঙ্গিঘাঁটি গুঁড়িয়ে দেয় ভারতীয় সেনা। এর পরে চার দিন ধরে সীমান্ত সংঘর্ষ এবং ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছিল পাক বাহিনী। যার জবাবে পাকিস্তানের একাধিক বায়ুসেনাঘাঁটি গুঁড়িয়ে দেয় ভারতীয় সেনা। ১০ মে দু’দেশের সংঘর্ষবিরতি হয়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি, তাঁর মধ্যস্থতাতেই নয়াদিল্লি এবং ইসলামাবাদের সংঘর্ষবিরতি হয়েছে।