Advertisement
২৭ এপ্রিল ২০২৪
XI XINPING

China: ‘চিনের সঙ্গে যুক্ত হয়েই...’

চিনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মন্তব্য, ‘‘চিনের সঙ্গে যুক্ত হওয়ার পরেই আসল গণতন্ত্রের স্বাদ পেয়েছে হংকং।’’

ফাইল চিত্র।

সংবাদ সংস্থা
বেজিং শেষ আপডেট: ০২ জুলাই ২০২২ ০৫:৩০
Share: Save:

ব্রিটেনের কাছ থেকে হংকংয়ের হস্তান্তরের ২৫ বছর পূর্তি উপলক্ষে শহরের বুকে দু’দিন ব্যাপী এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছিল চিনের সরকার। সেই মঞ্চ থেকে চিনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মন্তব্য, ‘‘চিনের সঙ্গে যুক্ত হওয়ার পরেই আসল গণতন্ত্রের স্বাদ পেয়েছে হংকং।’’

২০২০ সালে আনা জাতীয় নিরাপত্তা আইনের মাধ্যমে হংকংয়ে গণতন্ত্রের যাবতীয় দাবি দমনের প্রক্রিয়া চালাচ্ছে চিন। কড়া পদক্ষেপ করা হচ্ছে গণতন্ত্রকামী আন্দোলনকারীদের বিরুদ্ধেও। সে প্রসঙ্গে সরাসরি কোনও মন্তব্য না-করলেও জিনপিংয়ের বক্তব্য, ‘‘বেজিং যা করছে তা হংকংয়ের ভালর জন্যই।’’ আজকের এই অনুষ্ঠানে শহরের নতুন প্রশাসনের সূচনা হয় জিনপিংয়ের হাতে। তাঁর মন্তব্য, ‘‘সব ঝড় পেরিয়ে হংকংয়ের মানুষ বুঝেছে, হংকং কখনও বিশৃঙ্খলার অঙ্গ হতে পারে না।’’ কূটনীতিকদের একাংশের বক্তব্য, এই অনুষ্ঠানের আড়ালে আদতে জাতীয় নিরাপত্তা আইনের আওতায় স্বশাসিত এই অঞ্চলটির উপর নিজেদের দখলদারির বিজয়-উল্লাসই উদ্দেশ্য ছিল চিনের কমিউনিস্ট সরকারের।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

XI XINPING China Hong Kong
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE