দিনকয়েক আগেই ক্যারিবিয়ান সাগরে ভেনেজ়ুয়েলার মাদকবাহী ছোট জাহাজে হামলা চালিয়ে ১১ জনকে হত্যা করেছে মার্কিন বাহিনী। তা নিয়ে আন্তর্জাতিক মহলে বিস্তর সমালোচনাও চলছে। সেই আবহেই এ বার কড়া উত্তর দিল আমেরিকা। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স বললেন, ‘ও সব গুরুত্বই দিচ্ছি না!’
শনিবার নিজের এক্স হ্যান্ডলে ভান্স লিখেছেন, ‘‘যারা আমাদের নাগরিকদের বিষ খাওয়ায়, সেই কার্টেল সদস্যদের হত্যা করা আমাদের সেনার অবশ্যকর্তব্য।’’ ট্রাম্প প্রশাসনের দাবি, ভেনেজ়ুয়েলার উপকূলে ধ্বংস হওয়া জাহাজটি ছিল এক কুখ্যাত মাদক পাচারকারী গ্যাংয়ের এবং নিহতদের প্রত্যেকেই ওই চক্রের সঙ্গে যুক্ত ছিলেন। আমেরিকার দাবি, দলটি আন্তর্জাতিক জলসীমান্ত দিয়ে আমেরিকায় মাদক পাচারের চেষ্টা করছিল। তখনই তাদের লক্ষ্য করে হামলা চালায় মার্কিন সেনা। মৃত্যু হয় ১১ জনের। মঙ্গলবার আমেরিকার প্রেসিডেন্ট খোদ ডোনাল্ড ট্রাম্পও জানান, নিহতেরা ‘ট্রেন ডি আরাগুয়া’ নামে ওই কার্টেলের সদস্য ছিলেন। বিষয়টি নিয়ে ভেনেজ়ুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর দিকেও আঙুল তোলেন ট্রাম্প।
আরও পড়ুন:
শনিবার ভান্সের পোস্টের পরেই রাজনৈতিক বিশ্লেষক ব্রায়ান ক্র্যাসেনস্টেইন লেখেন, ‘‘অন্য দেশের সাধারণ নাগরিকদের কোনও বিচার ছাড়াই হত্যা করা যুদ্ধাপরাধের শামিল।’’ জবাবে ভান্স বলেন, ‘‘আপনি যা খুশি বলতে পারেন, আমরা ও সবে কোনও গুরুত্বই দিচ্ছি না!’’
তবে আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞদের মতে, এই হামলা রাষ্ট্রপুঞ্জের সনদ লঙ্ঘনকারী। কারণ, আত্মরক্ষার জন্য কিংবা নিরাপত্তা পরিষদের অনুমোদন পেলে তবেই হামলা করা চলে। তা ছাড়া, ওই জাহাজটি বিপজ্জনক ছিল এমন কোনও প্রমাণ নেই। যদিও হোয়াইট হাউসের ডেপুটি প্রেস সেক্রেটারি অ্যানা কেলি জানিয়েছেন, আমেরিকার জাতীয় স্বার্থ রক্ষার্থে আন্তর্জাতিক আইন মেনেই এই হামলা চালানো হয়েছে।