Follow us on

Download the latest Anandabazar app

© 2021 ABP Pvt. Ltd.

Advertisement

২৩ অক্টোবর ২০২১ ই-পেপার

‘বোমার সুইচটা টিপলেই ভাল হত’, আক্ষেপ প্যারিস হামলার অন্যতম চক্রীর

সংবাদ সংস্থা
২০ মার্চ ২০১৬ ১৫:০৭
এই সেই সালা আবদেলসালাম। প্যারিস হামলার অন্যতম চক্রী।

এই সেই সালা আবদেলসালাম। প্যারিস হামলার অন্যতম চক্রী।

শেষ মূহুর্তে আর বোমার সুইচটা টেপা হয়নি সালা আবদেসালামের।

হামলার পর ভেবেছিল, নিজেকেও শেষ করে দেবে ওই সুইসাইড বম্বার। হঠাৎ মত বদলায় বলেই এখনও বেঁচে রয়েছে। কিন্তু এখন নাকি সে বুঝতে পারছে, সেটাই তার কাল হয়েছে! তাঁর সঙ্গে ছিল ইসলামিক স্টেটের (আইএস) আরও এক আত্মঘাতী জঙ্গি। সে কিন্তু নিজেকে নিকেশ করেই দিয়েছিল।

প্যারিস হামলার অন্যতম চক্রী সালা জেরার মুখে এ কথা জানিয়েছে ফরাসি তদন্তকারীদের। তদন্তকারীদের তরফে শনিবার সে কথা জানানো হয়েছে আদালতে।

Advertisement

আরও পড়ুন- আইএসের কাটা মুণ্ডুর ভিডিও ক্লাসে দেখালেন শিক্ষিকা!

নভেম্বরে প্যারিস হামলার ঘটনার মূল চক্রীদের মধ্যে যারা বেঁচে রয়েছে, সালা তাদের অন্যতম। সালা ছিল প্যারিসের অদুরেই ‘স্তাঁদ দ্য ফ্রান্স’ স্টেডিয়াম চত্বরে বিস্ফোরণ ঘটানোর দায়িত্বে। ওই হামলায় স্টেডিয়াম, বার আর কনসার্ট হলে মোট ১৩০ জনের মৃত্যু হয়। ঘটনার সপ্তাহখানেকের মধ্যেই সে বেলজিয়ামে পালিয়ে যায়। পুলিশের হাতে ধরাও পড়ে তার দিন তিন-চারেকের মধ্যেই।

আরও পড়ুন

Advertisement