দশ মাসেই শেষ হনিমুন পিরিয়ড। আবার বিবাহ বিচ্ছেদ ইমরান খানের। টুইটারে ইমরান ও তাঁর স্ত্রী রেহম দু’জনেই জানিয়েছেন বিচ্ছেদের কথা। খুব শিগগিরই তাঁদের আইনি বিচ্ছেদ হতে চলেছে বলেও জানান রেহম। চলতি বছরের জানুয়ারি মাসে বিয়ে হয় তাঁদের।
ইমরানের রাজনৈতিক দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ মুখপাত্র নইমুল হক বলেন, ‘‘হ্যাঁ, ডিভোর্য়ের খবর সত্যি। ইমরান ও রেহম আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। তবে দু’জনেই মিডিয়াকে অনুরোধ জানিয়েছেন যেন তাঁদের ব্যক্তিগত জীবনের ব্যাপারে সম্মান রাখা হয়।’’