Advertisement
E-Paper

‘সুস্থই আছেন ইমরান’! জেলে দেখা করে বেরিয়ে জানালেন প্রাক্তন পাক প্রধানমন্ত্রীর বোন উজ়মা

ইমরানের পরিবার এবং তাঁর দলের সদস্যদের অভিযোগ ছিল, জেলবন্দি নেতার সঙ্গে সপ্তাহে অন্তত দু’বার দেখা করার অনুমতি দিয়েছে ইসলামাবাদ হাই কোর্ট। তার পরেও সেই নির্দেশ উপেক্ষা করে জেল কর্তৃপক্ষ ইমরানের সঙ্গে কাউকে দেখা করতে দিচ্ছেন না।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০২ ডিসেম্বর ২০২৫ ১৭:৪৯
Imran Khan\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\'s sister to meet him in Rawalpindi\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\'s adiala jail

(বাঁ দিকে )পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান এবং তাঁর বোন উজ়মা খানুম (ডান দিকে)। — ফাইল চিত্র।

জেলবন্দি ইমরান খানের সঙ্গে দেখা করার অনুমতি মিলল। রাওয়ালপিন্ডির আদিয়ালা জেলে গিয়ে প্রাক্তন পাক প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করলেন তাঁর বোন উজ়মা খানুম। মঙ্গলবার জেল কর্তৃপক্ষ দেখা করার অনুমতি দিয়েছেন। জেল থেকে বেরিয়ে উজ়মা জানান, সুস্থই আছেন ইমরান! তবে এ-ও জানান, জেলের মধ্যে তাঁকে মানসিক নির্যাতন করা হচ্ছে।

সংবাদমাধ্যম ‘ডন’-এর প্রতিবেদন অনুযায়ী, জেলবন্দি ইমরানের সঙ্গে দেখা করতে দেওয়ার দাবিতে মঙ্গলবার ইসলামাবাদ এবং রাওয়ালপিন্ডিতে বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছিল তাঁর দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)। জেলের বাইরে জড়ো হয়েছিলেন বেশ কিছু পিটিআই সমর্থক। বিকেলের দিকে (পাকিস্তান সময়) আদিয়ালা জেলে যান উজ়মা। ২০ মিনিট ছিলেন সেখানে।

ইমরানের পরিবার এবং তাঁর দলের সদস্যদের অভিযোগ ছিল, জেলবন্দি নেতার সঙ্গে সপ্তাহে অন্তত দু’বার দেখা করার অনুমতি দিয়েছে ইসলামাবাদ হাই কোর্ট। তার পরেও সেই নির্দেশ উপেক্ষা করে জেল কর্তৃপক্ষ ইমরানের সঙ্গে কাউকে দেখা করতে দিচ্ছেন না। কেন তাঁর সঙ্গে দেখা করতে দেওয়া হবে না, সেই প্রশ্ন তুলে প্রতিবাদ-বিক্ষোভ শুরু করেন পিটিআই সমর্থকেরা।

দিন কয়েক ধরেই ইমরানকে নিয়ে নানা রকম আলোচনা শুরু হয়। জেলের মধ্যে তাঁকে খুন করা হয়েছে, এমন জল্পনাও দানা বাঁধে। যদিও পাক কর্তৃপক্ষ সেই জল্পনা উড়িয়ে দেন। তার পর থেকেই জেলে ইমরানের সঙ্গে দেখা করতে দেওয়ার দাবি জোরদার হতে থাকে। জেল কর্তৃপক্ষের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ তুলে ইসলামাবাদ হাই কোর্টের দ্বারস্থও হন প্রাক্তন পাক প্রধানমন্ত্রীর আর এক বোন আলিমা খান।

গত কয়েক সপ্তাহ ধরে পরিবার-পরিজনেরা ইমরানের সঙ্গে দেখা করতে পারছেন না বলে অভিযোগ। গত ১৯ নভেম্বর রাওয়ালপিন্ডির আদিয়ালা জেলে ইমরানের সঙ্গে দেখা করতে গিয়ে পুলিশি বাধার মুখে পড়েন তাঁর তিন বোন— আলিমা, উজ়মা এবং নুরা খান। প্রতিবাদে ধর্নায় বসলে তাঁদের শারীরিক হেনস্থা করা হয় বলে অভিযোগ। কেন ইমরানের সঙ্গে দেখা করতে দেওয়া হচ্ছে না, তা নিয়ে নানা মহলে প্রশ্ন ওঠে। গত শুক্রবার ইমরানের দলের নেতা তথা খাইবার পাখতুনখোয়া প্রদেশের মুখ্যমন্ত্রী সোহেল আফ্রিদির উপস্থিতিতে হাই কোর্টে মামলা দায়ের করেন আলিয়া। তবে এ ব্যাপারে হাই কোর্ট এখনও কোনও নির্দেশ দেয়নি। তার আগেই উজ়মাকে ইমরানের সঙ্গে দেখা করার অনুমতি দিলেন আদিয়ালা জেল কর্তৃপক্ষ। সেই সঙ্গে অবসান ঘটল ইমরানের মৃত্যু নিয়ে জল্পনাও।

Imran Khan Pakistan
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy