Advertisement
০৭ ডিসেম্বর ২০২৩

শরিফকে কোর্টে আনার হুমকি ইমরানের

পার্লামেন্টে দাঁড়িয়ে দেশের মানুষকে মিথ্যে বলেছেন প্রধানমন্ত্রী। এই অভিযোগে নওয়াজ শরিফকে সুপ্রিম কোর্টে টেনে এনে তাঁর এমপি পদ খারিজের হুমকি দিলেন তেহরিক-ই-ইনসাফের সুপ্রিমো ইমরান খান। নির্বাচনে ব্যাপক কারচুপির অভিযোগে নওয়াজের ইস্তফা চেয়ে এখনও আন্দোলন চালিয়ে যাচ্ছেন ইমরান। এ দিকে, পার্লামেন্টের জরুরি অধিবেশনে তাঁর দলের পাঁচ দফা দাবি মেনে নেওয়া হয়েছে বলে জানিয়েছে সরকার।

সংবাদ সংস্থা
ইসলামাবাদ শেষ আপডেট: ০৮ সেপ্টেম্বর ২০১৪ ০২:৩৩
Share: Save:

পার্লামেন্টে দাঁড়িয়ে দেশের মানুষকে মিথ্যে বলেছেন প্রধানমন্ত্রী। এই অভিযোগে নওয়াজ শরিফকে সুপ্রিম কোর্টে টেনে এনে তাঁর এমপি পদ খারিজের হুমকি দিলেন তেহরিক-ই-ইনসাফের সুপ্রিমো ইমরান খান।

নির্বাচনে ব্যাপক কারচুপির অভিযোগে নওয়াজের ইস্তফা চেয়ে এখনও আন্দোলন চালিয়ে যাচ্ছেন ইমরান। এ দিকে, পার্লামেন্টের জরুরি অধিবেশনে তাঁর দলের পাঁচ দফা দাবি মেনে নেওয়া হয়েছে বলে জানিয়েছে সরকার। অথচ সেই ঘোষণার আদৌ কোনও বাস্তব ভিত্তি নেই বলে দাবি ইমরানের। শনিবার রাতে ইসলামাবাদের ডি-চকে সমর্থকদের উদ্দেশে বক্তব্য রাখতে গিয়ে তিনি জানান, এখনও পর্যন্ত লিখিত ভাবে কিছুই জানানো হয়নি সরকারের তরফে। তাঁর দাবি, আসলে তেহরিক-ই-ইনসাফ ও আন্দোলনে সামিল অন্য বিরোধী দল তাহির-উল কাদরির আওয়ামি তেহরিককে আঘাত করতেই পার্লামেন্টে মিথ্যে বলেছেন নওয়াজ।

ইমরান-কাদরির বিক্ষোভে পাক সেনার গোপন মদত রয়েছে। এই জাতীয় গুজব সরকারি তরফে ছড়ানো হচ্ছে বলে আগেই তোপ দেগেছিলেন ইমরান। শনিবার তাঁর বক্তৃতায় ফের উঠে আসে সেই প্রসঙ্গ। পাশাপাশি ইমরানের অভিযোগ, অশান্ত পরিস্থিতির কারণে চিনা প্রেসিডেন্ট সি জিনপিং-এর পাক সফর বাতিল নিয়েও অপপ্রচার করেছেন নওয়াজ। তাঁর দাবি, এখনই পাকিস্তানে আসার কথা ছিল না জিনপিং-এর।

একই সঙ্গে ইমরান পার্লামেন্টে মিথ্যে বলার অভিযোগ এনেছেন পাকিস্তানের অর্থমন্ত্রী ইশক দর-এর বিরুদ্ধেও। পার্লামেন্ট সূত্রের খবর, গত আর্থিক বছরে দেশের সার্বিক বৃদ্ধি হার ৪.১ শতাংশ বলে ঘোষণা করেন অর্থমন্ত্রী। অথচ ইমরানের দাবি, এই হার কোনও ভাবেই ৩.৩ শতাংশের বেশি নয়।

এ দিকে বিরোধীদের দাবি মেনে ইস্তফা দেবেন না বলে রবিবার ফের জানান নওয়াজ। বিরোধীদের আনা রিগিংয়ের অভিযোগ খতিয়ে দেখতে বিচারবিভাগীয় কমিশন গঠনের প্রস্তাবও দিয়েছে সরকার। সূত্রের খবর, তদন্তে অভিযোগ প্রমাণিত হলে ইস্তফা দেবেন বলে জানান পাক প্রধানমন্ত্রী। আন্দোলনের নামে দেশের সার্বিক অগ্রগতিতে বাধা দেওয়া হচ্ছে বলে আজ-ই ইমরান-কাদরির সমর্থকদের একহাত নেন তিনি।

রাজনৈতিক কারণের পাশাপাশি বন্যার কারণেও উত্তাল দেশ। দেশের বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে আজ পঞ্জাব প্রদেশের শিয়ালকোটে গিয়ে বিরোধীদের উদ্দেশে নওয়াজ বলেন, “বন্যা দুর্গতদের পাশে দাঁড়ানোই এখন বেশি জরুরি। তাই যাঁরা আন্দোলন করছেন, ধর্নায় বসেছেন, ত্রাণের কাজে আজ তাদের সরকারের পাশে দাঁড়ানো উচিত।”

পশ্চিম ইরাকে মার্কিন হামলা

সংবাদ সংস্থা • বাগদাদ ও বেইরুট

জঙ্গি নিধনে এ বার পশ্চিম ইরাকেও হামলা চালাতে শুরু করল আমেরিকার যুদ্ধ বিমান। রবিবার আনবার প্রদেশের হাদিতা বাঁধ বরাবর তিন বার হামলা করে মার্কিন সেনা। গত অগস্ট থেকেই দক্ষিণ ইরাকে নিয়ন্ত্রিত বিমান হামলা চালালেও পশ্চিম প্রান্তে মার্কিন হামলা এই প্রথম। এই প্রসঙ্গে পেন্টাগনের মুখপাত্র জন কিরবে বলেন, “ইরাক সরকারের অনুরোধে মার্কিন সেনা আজ বিমান হামলা চালিয়েছে। আনবার প্রদেশের হাদিতা বাঁধ থেকে আইএসআইএল (ইসলামিক স্টেট অব ইরাক অ্যান্ড লেভান্ত) জঙ্গিদের হটাতেই এই উদ্যোগ।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE