Advertisement
E-Paper

জ্বলছে পাকিস্তান, কট্টরদের দমনে ব্যাপক অভিযান

এ দিন ইসলামাবাদের কেন্দ্রস্থলে পৌঁছনোর রাস্তাগুলির মুখে মুখে কট্টর মৌলবিদের রাজনৈতিক সংগঠন তেহরিক-ই-লাবাইকের কর্মী, সমর্থকদের অবরোধ, অবস্থান পুলিশ তোলার চেষ্টা করলে মারমুখী হয়ে ওঠে জনতা।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৫ নভেম্বর ২০১৭ ১৭:৪৬
অবরোধকারীদের হটাতে পুলিশের কাঁদানে গ্যাস। ইসলামাবাদে, শনিবার।

অবরোধকারীদের হটাতে পুলিশের কাঁদানে গ্যাস। ইসলামাবাদে, শনিবার।

কট্টরপন্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে শনিবার রণক্ষেত্র হয়ে উঠল পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ। ছোড়া হল কাঁদানে গ্যাস। জলকামান। রবারের বুলেট। পুলিশের দিকে এলোপাথাড়ি ধেয়ে এল ইট, পাথর। তাতে এক পুলিশকর্মী সহ দু’জনের মৃত্যু হয়েছে। জখম হয়েছেন বহু পুলিশকর্মী। কট্টরপন্থীদের বিক্ষোভ এ দিন ছড়িয়ে পড়েছে করাচি, লাহৌর, রাওয়ালপিন্ডি ও পেশওয়ার সহ পাকিস্তানের অন্য শহরগুলিতেও। সেই বিক্ষোভ, অবরোধের ছবি যাতে গোটা পাকিস্তানে ছড়িয়ে পড়তে না পারে, সে জন্য দুপুরের পর সরকারি নির্দেশে বন্ধ করে দেওয়া হল বেসরকারি টেলিভিশন চ্যানেলগুলির সম্প্রচার।

এ দিন ইসলামাবাদের কেন্দ্রস্থলে পৌঁছনোর রাস্তাগুলির মুখে মুখে কট্টরপন্থীদের রাজনৈতিক সংগঠন তেহরিক-ই-লাবাইকের কর্মী, সমর্থকদের অবরোধ, অবস্থান পুলিশ তোলার চেষ্টা করলে মারমুখী হয়ে ওঠে জনতা। পুলিশকে লক্ষ্য করে এলোপাথাড়ি ইট, পাথর ছুড়তে থাকেন বিক্ষোভকারীরা। তাতে বেশ কয়েক জন পুলিশকর্মী জখম হন। তার পর বিক্ষোভকারীদের হটাতে কাঁদানে গ্যাসের শেল ছুড়তে শুরু করে পুলিশ। চালানো হয় জলকামানও।

পাক আইনমন্ত্রীর অপসারণের দাবিতে গত দু’সপ্তাহ ধরেই রাজধানী ইসলামাবাদের মূল রাস্তাগুলি অবরোধ করে রেখেছেন তেহরিক-ই-লাবাইকের কর্মী, সমর্থকরা। শনিবার সকালে পুলিশ তা তোলার চেষ্টা শুরু করতেই সংঘর্ষের সূত্রপাত। এ দিন পাক আইনমন্ত্রীর বাড়ির একাংশ ভাঙচুর করেন বিক্ষোভকারীরা।

পুলিশকর্তা সাউদ তিরমিঝি জানিয়েছেন, শনিবার সকালে ইসলামাবাদের কেন্দ্রস্থলে পৌঁছনোর একটি রাস্তায় প্রায় হাজারখানেক অবরোধকারীকে হটাতে যায় বিশাল পুলিশ বাহিনী। পুলি‌শকে লক্ষ্য করে এলোপাথাড়ি ছোড়া হয় ইট ও পাথর। তাতে এক পুলিশকর্মীর মৃত্যু হয়েছে। জখমও হয়েছেন বহু পুলিশকর্মী।পুলি‌শও কাঁদানে গ্যাস ছোড়ে। চালায় জলকামান। সংঘর্ষের পর কয়েকটি জায়গার অবরোধ তুলে দেওয়া হয়েছে। গ্রেফতার করা হয়েছে জনাপঁচিশেক অবরোধকারীকে।

একটি টেলিভিশন চ্যানেলের সম্প্রচারে দেখানো হয়, রাস্তায় দাঁড়ানো পুলিশের গাড়ি জ্বলছে। গলগল করে বেরিয়ে আসছে ধোঁয়া। কার্যত শুনশান কয়েকটি জাতীয় সড়ক আর তার আশপাশের এলাকাগুলিতেও গ্যাস মুখোশ পরা অবস্থায় দেখা যায় অবরোধকারীদের।

আরও পড়ুন- নিজেকে ‘সম্ভাব্য বর্ষসেরা’ লিখে হাসির খোরাক ট্রাম্প

আরও পড়ুন- চুম্বনের ভিডিও: মালিয়া ওবামার পাশে ইভাঙ্কা থেকে চেলসি​

কট্টরপন্থীদের রাজনৈতিক সংগঠন তেহরিক-ই-লাবাইকের মুখপাত্র এজাজ আশরাফি বলেন, ‘‘আমরা হাজারে হাজারে রয়েছি। তাই আমরা কাউকে ভয় পাই না। আমরা লড়াই ছাড়ব না। শেষ দেখে থামব।’’

Pakistan Police Street Battles Tehreek-e-Labaik তেহরিক-ই-লাবাইক
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy