Advertisement
২০ এপ্রিল ২০২৪
National News

বিদেশি নাগরিকত্ব সবচেয়ে বেশি চান ভারতীয়রাই, বলছে সমীক্ষা

একটা চাকরি জুটিয়ে পাকাপাকি ভাবে আমেরিকা, কানাডা, জাপান, ইউরোপে থাকার ইচ্ছেটা কি সবচেয়ে বেশি ভারতীয়দেরই?

ফাইল চিত্র।

ফাইল চিত্র।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ০১ জুলাই ২০১৭ ১৪:৫০
Share: Save:

আমেরিকা, কানাডা, জাপানে গিয়ে একটা ভাল চাকরি জুটিয়ে নিতে পারলেই ভাল মাইনে পাওয়া যাবে, আরও ভাল ভাবে জীবনটা কাটানো যাবে, এই বিশ্বাসটা কি ভারতীয়দেরই সবচেয়ে বেশি? সবচেয়ে জোরালো?

একটা চাকরি জুটিয়ে পাকাপাকি ভাবে আমেরিকা, কানাডা, জাপান, ইউরোপে থাকার ইচ্ছেটা কি সবচেয়ে বেশি ভারতীয়দেরই?

আন্তর্জাতিক সংগঠন ‘অর্গানাইজেশন অব ইকোনমিক কো-অপারেশন অ্যান্ড ডেভেলপমেন্ট (ওইসিডি)’-এর সাম্প্রতিক রিপোর্ট ‘ইন্টারন্যাশনাল মাইগ্রেশন আউটলুক (২০১৭)’ অন্তত তেমনটাই বলছে। আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, জাপান ও গোটা ইউরোপ- সহ মোট ৩৫টি দেশ সদস্য আন্তর্জাতিক সংগঠন ওইসিডি’র।

ওই রিপোর্ট জানাচ্ছে, ২০১৫ সালেই ১ লক্ষ ৩০ হাজার ভারতীয় মূলত আমেরিকা, কানাডা, জাপানের মতো ওইসিডি দেশগুলির নাগরিকত্ব নিয়েছেন। আর তাঁদের একটা বড় অংশই ভারতের নাগরিকত্ব ছেড়ে ওইসিডি দেশগুলির নাগরিকত্ব নিয়েছিলেন মূলত চাকরির প্রয়োজনে। ভারতীয়দের পরেই নিজেদের নাগরিকত্ব ছেড়ে ওইসিডি দেশগুলির নাগরিকত্ব নেওয়ার হিড়িক সবচেয়ে বেশি দেখা গিয়েছে মেক্সিকান (১ লক্ষ ১২ হাজার) ও ফিলিপিন্সের নাগরিকদের (৯৪ হাজার) মধ্যে। সেই তালিকায় চিন রয়েছে পঞ্চমে। ২০১৫ সালে চিনের ৭৮ হাজার নাগরিক তাঁদের নাগরিকত্ব ছেড়ে চাকরির প্রয়োজনে ওইসিডি দেশগুলির নাগরিকত্ব নিয়েছিলেন।

আরও পড়ুন- ‘অশোভন’ টুইটে মহিলা টিভি প্রেজেন্টারকে আক্রমণ ট্রাম্পের

রিপোর্ট জানিয়েছে, শুধু ২০১৫ সালেই মূলত উন্নয়নশীল দেশগুলির ২০ লক্ষেরও বেশি নাগরিক ওইসিডি দেশগুলির নাগরিকত্ব নিয়েছেন। যা তার আগের বছরের (২০১৪) চেয়ে ৩ শতাংশ বেশি।

তবে শুধুই চাকরি নয়, একটু মাথা গোঁজার ঠাঁই পাওয়ার জন্যেও ওইসিডি দেশগুলির নাগরিকত্ব নেওয়ার হিড়িক পড়ে গিয়েছে। আর তার মধ্যে সব দেশকে পিছনে ফেলে দিয়েছে যুদ্ধবিধ্বস্ত সিরিয়া।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE