সেনাবাহিনীর সমন্বয়ের সূত্রে সম্পর্ক দৃঢ় করতে চাইছে ভারত এবং ভুটান। সেনা সূত্রের খবর, সম্প্রতি ভুটান সেনার চিফ অপারেশন অফিসার লেফটেন্যান্ট জেনারেল বাটু শেরিং কলকাতায় ভারতীয় সেনার পূর্বাঞ্চলীয় সদর দফতরে এসেছিলেন। বিজয় স্মারকে আনুষ্ঠানিক শ্রদ্ধার্ঘ্য অর্পণের পরে তিনি ভারতীয় সেনার পূর্বাঞ্চলীয় কমান্ডার লেফটেনান্ট জেনারেল রামচন্দর তিওয়ারির সঙ্গে একান্ত আলোচনায় বসেছিলেন। কী ভাবে সেনা সমন্বয়ের মাধ্যমে দু’দেশের নিরাপত্তা দৃঢ় করা যায় তা নিয়ে আলোচনা হয়েছে। বিশেষত, জোর দেওয়া হয়েছে প্রতিরক্ষা ক্ষেত্রে উন্নত প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রেও।
সেনা সূত্রের বক্তব্য, ভারত এবং ভুটান, দু’দেশের মিত্রতার সম্পর্ক দীর্ঘদিনের। সেই পরিপ্রেক্ষিতে ভুটানের সামরিক কর্তার আগমন এবং বৈঠক বিশেষ ভাবে তাৎপর্যপূর্ণ। দু’দেশের বাহিনীর যৌথ মহড়া এবং নিরাপত্তার ক্ষেত্রে সমন্বয়ের ক্ষেত্রেও এই বৈঠক বিশেষ ভাবে গুরুত্বপূর্ণ। কূটনীতি বিশেষজ্ঞদের মতে, এশিয়ায় আঞ্চলিক শান্তিরক্ষায় ভারতের বিশেষ ভূমিকা আছে এবং সে ক্ষেত্রে ভুটানের সঙ্গে ভারতের সামরিক দৌত্য বিশেষ উল্লেখের দাবি রাখে। আয়তনে ছোট হলেও ভুটানের ভৌগোলিক অবস্থান এবং ভূমিকা ভারতের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ বর্তমানে আন্তর্জাতিক রাজনীতির যে আবহ তৈরি হয়েছে, তার পরিপ্রেক্ষিতেও ভারত এবং ভুটানের সমন্বয় বিশেষ তাৎপর্য বহন করে।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)