Advertisement
২০ এপ্রিল ২০২৪

প্রত্যর্পণ নিয়ে ভারত-ব্রিটেন কথা

মেহর্ষিকে সাংবাদিকরা প্রশ্ন করেছিলেন, বিজয় মাল্য এবং ললিত মোদীর প্রত্যপর্ণের বিষয়টি আলোচিত হয়েছে কি না। উত্তরে মেহর্ষি জানান, নির্দিষ্ট মামলা নয়। সাধারণ ভাবেই প্রত্যর্পণ প্রক্রিয়া নিয়ে কথা হয়েছে।

সংবাদ সংস্থা
লন্ডন শেষ আপডেট: ১৯ জুলাই ২০১৭ ০২:৫৭
Share: Save:

অভিযুক্তদের প্রত্যর্পণ এবং ভিসা সমস্যা, দু’টোই উঠে এল ভারত ও ব্রিটেনের আলোচনায়। ভারতের স্বরাষ্ট্রসচিব রাজীব মেহর্ষি ব্রিটেন গিয়েছিলেন। গত কাল সেই আলাপ-আলোচনা শেষ হয়েছে।

মেহর্ষিকে সাংবাদিকরা প্রশ্ন করেছিলেন, বিজয় মাল্য এবং ললিত মোদীর প্রত্যপর্ণের বিষয়টি আলোচিত হয়েছে কি না। উত্তরে মেহর্ষি জানান, নির্দিষ্ট মামলা নয়। সাধারণ ভাবেই প্রত্যর্পণ প্রক্রিয়া নিয়ে কথা হয়েছে। মাল্য বা ললিতের প্রত্যর্পণে ভারত কোনও সুবিধা পাবে কি না, তা স্পষ্ট নয়। ১৯৯২ সালে ভারত-ব্রিটেন প্রত্যর্পণ চুক্তি সই হয়েছিল। এখনও অবধি তাতে এক জনকেই ব্রিটেন থেকে ভারতে ফেরানো গিয়েছে।

আলোচনায় ব্রিটেনের ভিসা পাওয়ার সমস্যা নিয়েও কথা হয়। পড়ুয়াদের ভিসা মঞ্জুর হতে দীর্ঘ সময় লাগা, ভিসার চড়া ফি ও পর্যটন ভিসা পেতে লম্বা অপেক্ষা-পর্বের কথা তুলেছেন মেহর্ষি। বেআইনি অভিবাসী ও অনাবাসী স্বামী-পরিত্যক্তাদের সমস্যা নিয়েও আলোচনা হয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE