Advertisement
E-Paper

মাসুদে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা আদায় করতে জোর তৎপরতা ভারতের

রাষ্ট্রপুঞ্জের আসন্ন সাধারণ পরিষদ বৈঠকে মাসুদ আজহারকে নিষিদ্ধ ঘোষণা করার জন্য জোর সওয়াল করবে ভারত। ইঙ্গিত মিলল রাষ্ট্রপুঞ্জে নিযুক্ত ভারতীয় দূত সৈয়দ আকবরউদ্দিনের কাছ থেকে।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৭ সেপ্টেম্বর ২০১৭ ১৪:৫৬
মাসুদ আজহারের সংগঠনকে এ বারের ব্রিকস সম্মেলনে জঙ্গি ঘোষণা করেছে চিনও। তাই মাসুদের সময় ফুরিয়ে আসছে বলে মনে করছে ভারত। —ফাইল চিত্র।

মাসুদ আজহারের সংগঠনকে এ বারের ব্রিকস সম্মেলনে জঙ্গি ঘোষণা করেছে চিনও। তাই মাসুদের সময় ফুরিয়ে আসছে বলে মনে করছে ভারত। —ফাইল চিত্র।

জইশ-প্রধান মাসুদ আজহারের বিরুদ্ধে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা আদায় করে নিতে জোর প্রস্তুতি শুরু করেছে ভারত। আভাস বিদেশ মন্ত্রক সূত্রে। রাষ্ট্রপুঞ্জে নিযুক্ত ভারতীয় দূত সৈয়দ আকবরউদ্দিন জানিয়েছেন, রাষ্ট্রপুঞ্জের আসন্ন সাধারণ পরিষদ বৈঠকেই এই নিষেধাজ্ঞার পক্ষে ভারত জোর সওয়াল করবে। নিরাপত্তা পরিষদে ভারতের স্থায়ী সদস্যপদের দাবিও রাষ্ট্রপুঞ্জের এ বারের অধিবেশনে জোর দিয়ে তোলা হবে বলে সৈয়দ আকবরউদ্দিন জানিয়েছেন।

চলতি মাসের শেষের দিকেই নিউইয়র্কে শুরু হতে চলেছে রাষ্ট্রপুঞ্জ সাধারণ পরিষদের ৭২তম সভা। বিদেশ মন্ত্রী সুষমা স্বরাজ সেখানে ভারতের প্রতিনিধিত্ব করবেন। তার আগে আকবরউদ্দিন নিউইয়র্কে এক সাংবাদিক সম্মেলনে ইঙ্গিত দিয়েছেন, জইশ-ই-মহম্মদ প্রধান মাসুদ আজহারকে নিষিদ্ধ ঘোষণা করার জন্য এ বারও ভারত জোর সওয়াল করবে। তিনি জানিয়েছেন, যত দিন না মাসুদ আজহারের বিচার হচ্ছে, তত দিনই ভারত লড়াই চালিয়ে যাবে। ‘‘তার (মাসুদের) সময় ফুরিয়ে আসছে’’ বলেও মন্তব্য করেছেন আকবরউদ্দিন।

২৩ সেপ্টেম্বর রাষ্ট্রপুঞ্জ সাধারণ পরিষদে ভাষণ দেওয়ার কথা সুষমা স্বরাজের। বেশ কয়েক দিন আগেই অর্থাৎ ১৭ সেপ্টেম্বর বিকেলে আমেরিকা পৌঁছচ্ছেন ভারতের বিদেশ মন্ত্রী। মার্কিন বিদেশ সচিব রেক্স টিলারসনের সঙ্গে সুষমা স্বরাজের বৈঠক হবে। সেই বৈঠকে সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই নিয়েই মূলত কথা হবে বলে বিদেশ মন্ত্রক সূত্রের খবর।

রাষ্ট্রপুঞ্জের সাধারণ পরিষদের অধিবেশন শুরু হওয়ার বেশ কয়েক দিন আগেই আমেরিকা পৌঁছচ্ছেন সুষমা স্বরাজ। মার্কিন বিদেশ সচিবের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকেও বসছেন তিনি। —ফাইল চিত্র।

জইশ-ই-মহম্মদ সংগঠনটিকে কিন্তু ইতিমধ্যেই নিষিদ্ধ ঘোষণা করেছে রাষ্ট্রপুঞ্জ। কিন্তু জইশ-প্রধান মাসুদকে এখনও নিষিদ্ধ ঘোষণা করা যায়নি। মাসুদ আজহারের বিরুদ্ধে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা জারির প্রস্তাব রাষ্ট্রপুঞ্জে একাধিক বার পেশ হয়েছে। বার বারই চিনের ভেটোয় তা আটকে গিয়েছে। কিন্তু এখন পরিস্থিতি অন্য রকম। চলতি মাসেই ব্রিকস শিখর সম্মেলনের যৌথ বিবৃতিতে জইশকে জঙ্গি সংগঠন হিসেবে ঘোষণা করেছে চিন। তাই এ বার আর মাসুদের উপর নিষেধাজ্ঞা জারির প্রস্তাবে চিন বাধা দেবে না বলে ভারতের আশা।

আরও পড়ুন: হাসিনা না সু চি, রোহিঙ্গা প্রশ্নে জোর দোটানায় দিল্লি

আরও পড়ুন: আশ্রয় কোথায়! কিম-ক্ষেপণাস্ত্রে ত্রাস জাপানে

রাষ্ট্রপুঞ্জ নিরাপত্তা পরিষদে ভারতকে স্থায়ী সদস্যপদ দেওয়ার দাবিও নয়াদিল্লি দীর্ঘ দিন ধরেই করে আসছে। এ বারের সাধারণ পরিষদ অধিবেশনে সেই দাবি আবার জোর দিয়ে তোলা হবে বলে বিদেশ মন্ত্রক সূত্রের খবর। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিরাপত্তা পরিষদে ভারতকে স্থায়ী সদস্যপদ দেওয়ার পক্ষে প্রকাশ্যেই সওয়াল করেছেন। তাই নিরাপত্তা পরিষদের কাঠামো সংস্কারের দাবি নিয়ে সাধারণ পরিষদের এ বারের বৈঠকে জোরদার আলোচনা হবে বলে মনে করা হচ্ছে। রাষ্ট্রপুঞ্জে নিযুক্ত ভারতীয় দূতের কথায়, নিরাপত্তা পরিষদে ভারতের স্থায়ী সদস্যপদ এখন সময়ের অপেক্ষা। তিনি বলেছেন, ‘‘পৃথিবীর জনসংখ্যার ছ’ভাগের এক ভাগ বাস করেন যে দেশে, সেই দেশকে নিজের অধিকার থেকে কেউ বঞ্চিত করতে পারবে না।’’

Jaish-E-Muhammad Masood Azhar UN Ban Sanction United Nations General Council India Sushma Swaraj রাষ্ট্রপুঞ্জ ভারত সুষমা স্বরাজ জইশ-ই-মহম্মদ মাসুদ আজহার
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy